LSI Keyword কি , LSI কীওয়ার্ড এর গুরুত্ব ও LSI কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয় এসব প্রশ্ন যদি আপনার মনে থাকে,তবে সঠিক জায়গায় এসেছে।আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো,LSI keyword এর আদ্যোপান্ত।তাই কথা না বাড়িতে চলুন,শুরু করা যাক।

LSI Keyword কি?
LSI এর পূর্ণরূপ হলো Latent Semantic Indexing । আমাদের মূল কিওয়ার্ড এর সাথে সম্পর্কিত সকল পারিপার্শ্বিক কীওয়ার্ড কে LSI keyword বলে। LSI keyword এর সাহায্যে গুগল ক্রলার বট সহজেই বুঝতে পারে আমাদের আর্টিকেলের মূল বিষয় সম্পর্কে।যেমন একটি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে।আমরা যদি একটি আর্টিকেল লেখি এসইও নিয়ে।তবে আমাদের মেইন কিওয়ার্ড হলো এসইও । এখানে এই কিওয়ার্ড এর LSI keyword হলো কিভাবে এসইও করতে হয়।আমাদের আর্টিকেলে মেইন কীওয়ার্ড এর পাশাপাশি LSI কিওয়ার্ড যুক্ত করলে সার্চ ইঞ্জিনের ক্রলার সহজেই আমাদের কন্টেন্ট সম্পর্কে ধারণা পায়।
আরো পড়ুন :
LSI Keyword এর গুরুত্ব
LSI keyword কি সেটা তো বুঝলেন।এখন প্রশ্ন করতে পারেন,LSI KEYWORD এর গুরুত্ব কি?এটি কেনো দরকার?
LSI কিওয়ার্ড মূলত ব্যবহার করা হয় সার্চ ইঞ্জিন ক্রলারকে আমাদের কন্টেন্ট সম্পর্ককে ধারণা দেয়ার জন্য।আমাদের কন্টেন্টের মেইন কিওয়ার্ড এর পাশাপাশি LSI কিওয়ার্ড ব্যবহার করলে মেইন কীওয়ার্ড থেকে আসা ট্রাফিক পাওয়ার পাশাপাশি LSI keyword থেকে ট্রাফিক পাবো।এছাড়াও এলএসআই কিওয়ার্ড আমাদের কন্টেন্ট র্যাঙ্ক করতে সাহায্য করে থাকে।যেমন : আমাদের কন্টেন্ট যদি হয় LSI Keyword নিয়ে,তবে আমরা এই কীওয়ার্ড এর LSI কিওয়ার্ড LSI Keyword খোঁজার উপায় এটি আমাদের আর্টিকেলে যুক্ত করতে পারি।এতে করে উভয় কিওয়ার্ড থেকে অর্গানিক ট্রাফিক পাওয়া যাবে।
এছাড়াও আরেকটি ব্যাপার আছে এখানে।আমাদের কনটেন্টে মেইন কীওয়ার্ড এর পাশাপাশি LSI keyword ব্যবহার করা উচিত,কারণ মেইন কীওয়ার্ড বেশি ব্যবহার করলে কীওয়ার্ড ডেনসিটি বেড়ে যায়।যা গুগলের চোখে ভালো দিক না।তাই মেইন কীওয়ার্ড এর পাশাপাশি এলএসআই কীওয়ার্ড ব্যবহার করা উচিত।এছাড়াও,আমরা যদি কোয়ালিটি আর্টিকেল লিখতে চাই,তবে অবশ্যই এই কিওয়ার্ডগুলো আমাদের আর্টিকেলে যুক্ত করতে হবে।
কীভাবে LSI Keyword খুঁজে পাবো?
এতক্ষণ যাবত LSI keyword কি এবং LSI keyword এর গুরুত্ব নিয়ে আলোচনা করলাম।কিন্তু আমাদের কনটেন্টে এই কিওয়ার্ড গুলো যুক্ত করতে হলে কিওয়ার্ড গুলো খুঁজে পেতে হবে।কিন্তু কিভাবে খুঁজে পাবো এই কীওয়ার্ড গুলো?নিচে আমি LSI Keyword খুঁজে পাওয়ার কয়েকটি উপায় শেয়ার করছি আপনাদের সাথে।
1. Google Search
আপনি যদি গুগলে কিছু লিখে সার্চ করেন বা সার্চ বক্সে টাইপ করেন,তবে হয়তো লক্ষ করে থাকবেন যে গুগল থেকে আরো কিছু আমাদের সার্চ সম্পর্কিত রেজাল্ট দেখিয়ে থাকে।এগুলো থেকে আমরা আমাদের কন্টেন্ট এর জন্য কীওয়ার্ড নিতে পারি।নিচে একটি স্ক্রীনশট দিলাম,দেখুন আমি এসইও কি লিখেছি,গুগল থেকে আরো কিছু রিলেভেন্ট সার্চ দেখাচ্ছে,এগুলোই হলো এসইও কি এর lsi keyword ।

এছাড়াও আপনি যদি কোনো কিছু লিখে গুগলে সার্চ করেন,তবে সার্চ রেজাল্টে দেখে থাকবেন Related searces নামে কিছু কীওয়ার্ড দেখায়।এগুলো আমাদের মেইন কীওয়ার্ড এর এলএসআই কীওয়ার্ড।

2. Keywordtool.io ওয়েবসাইট
আমাদের টার্গেট কিওয়ার্ড এর এলএসআই কীওয়ার্ড বের করার ভালো এবং সর্বোত্তম পন্থা হলো keywordtool.io ওয়েবসাইট।আপনি এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার টার্গেট কিওয়ার্ড লিখে সার্চ দিলে,মেইন কীওয়ার্ড এর LSI কিওয়ার্ড পেয়ে যাবেন।এছাড়া এই কীওয়ার্ড গুলোর সার্চ ভলিউম দেখতে পারবেন,তবে এর জন্য আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে।নিচে একটি স্ক্রীনশট দিলাম,দেখুন আমি এসইও কি লিখে সার্চ দিয়েছি,এর পাশাপাশি কতগুলো এলএসআই কীওয়ার্ড সাজেশন দিয়েছে।

এছাড়াও আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে গুগল এর পাশাপাশি বিং,ইউটিউব,প্লে স্টোর,ইনস্টাগ্রাম ইত্যাদি থেকে রিলেভেন্ট কীওয়ার্ড বের করতে পারবেন।
3. UberSuggest.com ওয়েবসাইট
LSI কিওয়ার্ড খুঁজে পাওয়ার আরেকটি ভালো মাধ্যম হলো Ubersuggest । এটি একটি এসইও টুল।যেখানে আপনি এসইও সম্পর্কিত সকল টুলস পেয়ে যাবেন।এখানে যদি আপনি কোনো কীওয়ার্ড লিখে সার্চ দেন,তবে সেই কীওয়ার্ড সম্পর্কিত আর অনেক কীওয়ার্ড এর সেগুলোর সার্চ ভলিউম ও এসইও ডিফিকাল্টি দেখতে পারবেন।
নিচে দেখুন একটি স্ক্রীনশট দিয়েছি,আমি এখানে এসইও কি লিখে সার্চ দিয়েছি,এই কিওয়ার্ডটির পাশাপাশি অনেক সম্পর্কিত কীওয়ার্ড বের হয়ে এসেছে সার্চ ভলিউম ও এসইও ডিফিকাল্টি সহ।এই টুলটি ব্যবহার করে সহজেই আমাদের কোন কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখলে র্যাঙ্ক করে পারবো, তা বুঝা যায়।

4. Ahrefs.com ওয়েবসাইট
বর্তমান সময়ে সবথেকে ব্যয়বহুল এবং ভালো এসইও টুল হলো ahrefs.com । আপনি এই টুলটি ব্যবহার করে এসইও সম্পর্কিত সকল কাজ করতে পারবেন।যেমন আপনি কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ব্যাকলিংক চেক করতে পারবেন, ডোমেইন রেটিং চেক করতে পারবেন ইত্যাদি।কোনো সাইট অডিট করার জন্য সবথেকে ভালো টুল হলো এটি।আপনি এই টুলটি দিয়ে LSI Keyword বের করতে পারবেন।ubersuggest এর মত এখানে আপনার টার্গেট কীওয়ার্ড লিখে সার্চ দিলে রিলেভেন্ট কীওয়ার্ড পেয়ে যাবেন।
5. Google Keyword Planner
গুগল কীওয়ার্ড প্লানার গুগলের একটি কীওয়ার্ড রিসার্চ করার টুল।এটির নাম এখন Adword হয়ে গেছে।এই টুলটি মূলত যারা গুগলের সাহায্যে বিজ্ঞাপন দেয়,তাদের জন্য বানানো হয়েছে।তবে আমরা এই টুলটি ব্যবহার করে আমাদের টার্গেট কীওয়ার্ড এর পাশাপাশি সেই কীওয়ার্ড এর এলএসআই কীওয়ার্ড খুঁজে পেতে পারি।এছাড়া,এই কীওয়ার্ড গুলোর সার্চ ভলিউম এবং এসইও ডিফিকাল্টি লেভেল দেখা যায়।তাই LSI keyword খুঁজে পেতে এই টুলটি ব্যবহার করতে পারেন।
এছাড়াও আরো অনেক এসইও টুল ওয়েবসাইট রয়েছে। LSI কীওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য এসকল টুল ব্যবহার করতে পারবেন।তাছাড়া LSI Graph ব্যবহার করতে পারেন LSI কিওয়ার্ড বের করার জন্য। LSI Graph হলো এলএসআই কীওয়ার্ড পাওয়ার সবথেকে সেরা পন্থা।অনেক মার্কেটার এই টুলটি ব্যবহার করে থাকে,তাদের ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য।
LSI Keyword কোথায় ব্যবহার করবো?
LSI কিওয়ার্ড নিয়ে এতক্ষণ যাবত আলোচনা করলাম।আশা করি আপনি এলএসআই কীওয়ার্ড সম্পর্কে ধারণা পেয়েছেন। এলএসআই কীওয়ার্ড তো বের করলাম,এখন প্রশ্ন হলো এই কীওয়ার্ড গুলো আমাদের আর্টিকেলের কোথায় ব্যবহার করবো? এলএসআই কিওয়ার্ড গুলো আমাদের আর্টিকেলে এমন জায়গায় প্লেস করতে হবে যেনো সার্চ ইঞ্জিনের ক্রলার সহজেই সেগুলো খুঁজে পায়।নিচে আমি কয়েকটি মাধ্যম সম্পর্কে আলোচনা করবো,যেখানে আমরা আমাদের আর্টিকেলের এলএসআই কিওয়ার্ড ব্যবহার করতে পারি।
আরো পড়ুন :
১। পোস্টের টাইটেলে
আমাদের পোস্টের টাইটেলে এলএসআই কীওয়ার্ড ব্যবহার করতে পারি।আমাদের আর্টিকেলের টাইটেল এসইও এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনেক এসইও এক্সপার্ট একটি আর্টিকেল লেখার সময়ের চেয়ে বেশি সময় ব্যয় করে থাকে সেই আর্টিকেলের টাইটেল নির্ধারণ করতে।টাইটেল ভালো হলে অনেকেই সেই ওয়েবসাইটে ক্লিক করে থাকে।তাই আমাদের আর্টিকেলের টাইটেলে এই কীওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি।
২। হেডিং ট্যাগে
আমাদের পোস্টের হেডিং ট্যাগ সবথেকে গুরুত্বপূর্ণ।হেডিং ট্যাগ ৬টি। H1,H2,H3,H4,H5,H6 । এসইও এর ক্ষেত্রে এই হেডিং ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাই হেডিং ট্যাগে কীওয়ার্ড প্লেস করতে হবে।আমরা এই হেডিং ট্যাগে এলএসআই কীওয়ার্ড গুলো প্লেস করতে পারি।
৩। Image Alt Text
আপনি কি জানেন গুগল ইমেজ চিনলেও,সেই ইমেজে কি লেখা আছে সেটি বুঝতে পারে না।তাহলে গুগল ইমেজ গুলো র্যাঙ্ক করায় কিসের ভিত্তিতে?ইমেজ এর alt টেক্সট এর সাহায্যে।আমরা আমাদের আর্টিকেলে ব্যবহৃত ইমেজ কি সম্পর্কে সেটি বুঝাতে alt টেক্সট ব্যবহার করে থাকি।আমরা LSI Keywords এই ইমেজ এর alt text এ ব্যবহার করতে পারি।
৪। আর্টিকেল শুরুর দিকে
আর্টিকেল শুরুর দিকে আমাদের টার্গেট কীওয়ার্ড ব্যবহার করা গুরুত্বপূর্ণ।এটি এসইও এর ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে।অনেক ভালো এসইও টুল এটি সাজেস্ট করে থাকে।তাই আমরা আর্টিকেলের শুরুতে এলএসআই কীওয়ার্ড ব্যবহার করতে পারি।
আরো পড়ুন :
৫। আর্টিকেলের শেষে
আর্টিকেল লেখা শেষে আর্টিকেলের শেষ প্যারাগ্রাফ এ এলএসআই কীওয়ার্ড ব্যবহার করতে পারি।এটি এসইও এর ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে।
এছাড়াও আপনার আর্টিকেলের যেকোনো জায়গায় LSI KEYWORDS ব্যবহার করতে পারবেন।
Frequently Asked Questions
LSI Keyword কি?
সোজা ভাষায় বলতে গেলে আমাদের মেইন কীওয়ার্ড এর পাশাপাশি যেসকল কীওয়ার্ড ব্যবহার করতে পারি,সেগুলোই LSI keywords ।
LSI Keyword full form কি?
LSI কিওয়ার্ড full form হলো “Latent Semantic Indexing ” ।
ফ্রীতে LSI Keywords বের করা সম্ভব?
হ্যাঁ,আপনি চাইলে ফ্রীতেই কোনো এসইও টুল ব্যবহার না করে LSI keywords খুঁজে বের করতে পারবেন।এজন্য Google Search এবং Google Keyword Planner ব্যবহার করতে পারেন।কিংবা ubersuggest এর ডেইলি ৩টি ফ্রী সার্চ ব্যবহার করেও বের করতে পারেন।
LSI Keyword এর সুবিধা কি?
LSI keyword ব্যবহার করার সুবিধা হলো আমরা আমাদের আর্টিকেল সম্পর্কে সার্চ ইঞ্জিন ক্রলারকে সঠিক ধারণা দিতে পারি।অর্গানিক ট্রাফিক বেশি পেতে পারি।এসইও এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
LSI Keyword এর অসুবিধা কি?
LSI keyword এর কোনো অসুবিধা নেই।তবে অতিরিক্ত কিছু না করাই ভালো।নয়তো গুগল পেনাল্টি দিয়ে দিবে।তাই স্প্যামিং করা থেকে বিরত থাকতে হবে।
আমাদের শেষ কথা
এই পোস্টে আমি LSI keyword নিয়ে আলোচনা করেছি। LSI কিওয়ার্ড আর্টিকেলের কোথায় ব্যবহার করতে পারি,এসব নিয়ে বিস্তারিত কথা বলেছি। আশা করি LSI কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছি।তবু কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করতে পারেন।আজকের মত এতটুকুই।