KGR কিওয়ার্ড কি : আপনি এসইও শিখছেন?অথবা এসইও শেখার আগ্রহ আছে।তাহলে নিশ্চয়ই KGR কিওয়ার্ড শব্দটি শুনেছেন।না শুনে থাকলে,বা যদি ইতোমধ্যে শুনে থাকেন,তবে নিশ্চয়ই আপনার জানার আগ্রহ আছে KGR কিওয়ার্ড কি?এবং KGR কিওয়ার্ড কিভাবে বের করা যায়।আজকের এই পোস্টে আমি KGR Keyword নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
KGR এর পূর্ণরূপ হচ্ছে “Keyword Golden Ratio” । অর্থাৎ,এগুলো এমন সব কিওয়ার্ড যেগুলো দিয়ে আমরা শুধুমাত্র অন পেজ এসইও করেই আমাদের আর্টিকেল গুগল সার্চ রেজাল্টের টপে নিয়ে আসতে পারি।দ্রুত র্যাঙ্ক করতে KGR কীওয়ার্ড এর গুরুত্ব অপরিসীম।
KGR Keyword এর আবিষ্কারক হলেন Niche Site Project এর CEO Doug Cunnington ।
আপনার বিশ্বাস হচ্ছে কি না জানি না,তবে এটা সত্যি যে কেউ চাইলেই KGR কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখে সেটি গুগলের সার্চ রেজাল্টের টপ পজিশনে নিয়ে আসতে পারে শুধুমাত্র অন পেজ এসইও করেই।

Keyword কি?
আমরা কিন্তু যেকোনো শব্দকে কীওয়ার্ড বলতে পারি না।কীওয়ার্ড হলো এমন সব শব্দ বা শব্দগুচ্ছ,যেগুলো লিখে মানুষ গুগলে সার্চ করে থাকে।একেক জন মানুষের সার্চ করার ধরন একেক রকম।যেমন : কেউ যদি ইংলিশ শিখতে চায়,তবে সে হয়তো গুগলে সার্চ দিবে How to learn English লিখে।অন্য একজন মানুষ কিন্তু একই ভাবে সার্চ না দিয়ে অন্য ভাবে দিতে পারে,যেমন : How to learn English in 30 day । অর্থাৎ,একেক জনের সার্চ করার ধরন একেক রকম।এগুলোর প্রত্যেকটি কিন্তু কীওয়ার্ড।আর কীওয়ার্ড এর সার্চ ভলিউম হয়ে থাকে।
এখন আবার বলতে পারেন,সার্চ ভলিউম কি? আশা করি জানা আছে।না থাকলে বলি, সার্চ ভলিউম হলো কোনো কীওয়ার্ড প্রতি মাসে কতবার সার্চ করা হয় তার পরিমাণ।
আরো পড়ুন :
KGR Keyword কি শতভাগ কাজ করে?
কোনো কিছুই শতভাগ নিশ্চিত হয়ে বলা যায় না।তেমনি KGR Keyword ১০০% কাজ করবে এমনটা বলা সম্ভব না।তবে ৭০-৮০% কাজ করবে বলা যায়।তবে শুধু KGR কীওয়ার্ড এর উপর ভিত্তি করে থাকলে প্রথম পজিশনে র্যাঙ্ক করা সম্ভব না।এজন্য দরকার হবে ভালো মানের কন্টেন্ট এবং অন পেজ এসইও।
KGR কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখে আপনি যদি আপনার ওয়েবসাইটটি এবং আপনার আর্টিকেল অন পেজ এসইও করেন,তবে অবশ্যই সেটি গুগলের প্রথম পাতায় প্রথম পজিশনে নিয়ে আসতে পারবেন।এজন্য আপনাকে জানতে হবে KGR Keyword কিভাবে খুঁজে বের করা যায় এবং সেই কীওয়ার্ড নিয়ে এসইও অপটিমাইজ আর্টিকেল লিখতে হবে।তবেই সহজে র্যাঙ্ক করা সম্ভব।তো চলুন নিচে KGR কিওয়ার্ড নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি।
KGR কিওয়ার্ড চেনার উপায়
KGR কিওয়ার্ড নিয়ে এতক্ষণ যাবত আলোচনা করলাম।ইতোমধ্যে আপনি হয়তো KGR Keyword সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।এখন প্রশ্ন হল,একটি কীওয়ার্ড KGR কিওয়ার্ড কি না সেটি বুঝবো কিভাবে?এটি বুঝতে হলে আমাদের ৩টি ধাপ অনুসরন করতে হবে।নিচে এগুলো নিয়ে আলোচনা করছি।
KGR কিওয়ার্ড চেনার প্রথম ফর্মুলা
কেজিয়ার কিওয়ার্ড এর প্রথম শর্ত হলো কিওয়ার্ডটির মাসিক সার্চ ভলিউম ২৫০ বা এর কম হতে হবে।যদি ,২৫০ এর বেশি হয়,তবে সেটি KGR কিওয়ার্ড এর প্রথম শর্ত পূরণ করবে না।তাই প্রথমেই আমাদেরকে এমন কীওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটির মাসিক সার্চ ভলিউম ২৫০ এর কম।কীওয়ার্ড এর মাসিক সার্চ ভলিউম খুঁজে বের করার জন্য আপনি যেকোনো এসইও টুল ব্যবহার করতে পারেন।যেমন : ahrefs , ubersuggest , moz , semrush ইত্যাদি।অথবা আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করার জন্য হেল্পফুল ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে পারেন।যেমন : Keyword Everywhere ।
KGR কিওয়ার্ড চেনার দ্বিতীয় ফর্মুলা
KGR কিওয়ার্ড খুঁজে পাওয়ার জন্য আমাদের সিলেক্ট করা কিওয়ার্ডটি allintitle: “Your Keyword” এভাবে লিখে গুগলে সার্চ দিতে হবে।এখানে, Your Keyword এর জায়গায় আমাদের কীওয়ার্ড দিয়ে তারপর সার্চ করতে হয়।সার্চ করার পর দেখুন গুগল থেকে কতগুলো সার্চ রেজাল্ট দেখাচ্ছে।যে পরিমাণ রেজাল্ট দেখাচ্ছে,সেটি মনে রাখুন।পরবর্তী স্টেপে আমাদের প্রয়োজন হবে।
ধরুন আমি একটি কিওয়ার্ড সিলেক্ট করলাম কীওয়ার্ড রিসার্চ কি। এটি লিখে গুগলে allintitle: সহ সার্চ দিলে রেজাল্ট আসে ২২ ।

KGR কিওয়ার্ড চেনার তৃতীয় ফর্মুলা
এই স্টেপে আমাদের একটি অংক করতে হবে।অর্থাৎ,আমাদেরকে একটি ভাগ করতে হবে।দ্বিতীয় ফর্মুলায় আমি বলেছি allintitle: Your Keyword লিখে গুগলে সার্চ দেয়ার পর যতটি সার্চ রেজাল্ট এসেছে সেটি নোট করে রাখতে।এখন আমরা সেই সার্চ রেজাল্ট যত এসেছে তাকে আমাদের কীওয়ার্ড এর সার্চ ভলিউম দিয়ে ভাগ করতে হবে।অর্থাৎ , allintitle: “Your Keyword” / Keyword সার্চ ভলিউম।
আরো পড়ুন :
এখন ভাগ করার পর দেখুন,আপনার রেজাল্ট যদি ০.২৫ এর নিচে আসে,তবে সেই কীওয়ার্ডটিকে আমরা KGR কীওয়ার্ড বলতে পারবো।তবে ভাগফল যদি ১.০০ এর বেশি আসে তবে সেটা নিবো না।যদি ১.০০ হয় তবে কাজ করতে পারে।ভাগফল ১.০০ এর নিচে থাকলে সেই কীওয়ার্ড টি দিয়ে আমরা অন পেজ এসইও করেই আর্টিকেল র্যাঙ্ক করতে পারবো।কিন্তু ০.২৫ এর কম হলে সেই কীওয়ার্ডটি বেস্ট।
উদাহরণস্বরূপ
আপনাকে KGR কীওয়ার্ড খুঁজে বের করার জন্য যে অংক করতে হয়,সেটি একটু প্রাকটিক্যাল ভাবে করে দেখাই।তাহলে ভালোভাবে বুঝতে পারবেন।
আমি যে কিওয়ার্ডটি সিলেক্ট করেছি সেটির সার্চ ভলিউম ৫০ যা কেজিআর কীওয়ার্ড এর প্রথম শর্ত ২৫০ এর কম সার্চ ভলিউম মেনেছে এবং allintitle: “Your Keyword” এভাবে সার্চ দেয়ার পর সার্চ রেজাল্ট এসেছে ২২ টি।
প্রথম এবং দ্বিতীয় ফর্মুলা ব্যবহার করে আমরা সার্চ ভলিউম এবং সার্চ রেজাল্ট পেয়েছি।এখন পালা অংক করার।এজন্য আমরা ভাগ করবো এভাবে — allintitle: “Your Keyword” / সার্চ ভলিউম।তাহলে ভাগ টা হচ্ছে ২২/৫০ = ০.৪৪ । অর্থাৎ,এই কীওয়ার্ডটি একটি KGR কিওয়ার্ড হিসেবে গণ্য করা যায়।আমরা এটি নিয়ে কাজ করতে পারবো।তবে চেষ্টা করবেন আপনার নির্বাচন করা কীওয়ার্ডটি যেনো ০.২৫ অতিক্রম না করে।তাহলে সর্বোচ্চ রেজাল্ট পাবেন।
KGR কীওয়ার্ড তো পেয়ে গেলাম,এখন যদি আমি এই কীওয়ার্ড এ আর্টিকেল লিখে গুগলে র্যাঙ্ক করতে চাই,তবে আমাকে সুন্দর করে অন পেজ এসইও করতে হবে।আমার আর্টিকেল KGR কিওয়ার্ড দিয়ে লিখে যদি অন পেজ এসইও করি,তবে সহজেই সেটি গুগলের প্রথম পাতায় প্রথম পজিশন র্যাঙ্ক করবে।
KGR কিওয়ার্ড রিসার্চ নিয়ে মতবাদ
KGR কিওয়ার্ড দিয়ে সহজেই শুধু অন পেজ এসইও করেই যেকোনো আর্টিকেল গুগলে র্যাঙ্ক করা সম্ভব,এই কথাটি যেমন সত্যি।ঠিক তেমনি এখানে আরেকটি বিষয় আছে।যা আমাদের অবশ্যই মনে রাখতে হবে,যদি আমরা KGR কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই।আমরা KGR কিওয়ার্ড খুঁজে বের করার জন্য এমন কীওয়ার্ড সিলেক্ট করলাম যার KD (Keyword Difficulty) ৫ বা ০ অর্থাৎ, কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি নেই।আমরা ভাবছি যে,এই কীওয়ার্ড হয়তো অন্য কেউ টার্গেট করছে না।তাই মনের সুখে এই কীওয়ার্ড রিসার্চ করে (KGR কিওয়ার্ড বের করার জন্য) কাজ করা শুরু করলাম।
কিন্তু,আমরা যে allintitle: লিখে টাইটেল দিয়ে সার্চ দেয়ার পর দেখছি কতটা রেজাল্ট আসছে।এখানে একটি ব্যাপার আছে।সবাই কিন্তু একই টপিকে বা কিওয়ার্ড নিয়ে লিখলেও টাইটেল একই দিয়ে আর্টিকেল লেখে না।যেমন একটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমরা Apple এর iphone এবং samsung এর মাঝে ডিফারেন্স জানার জন্য সার্চ করলাম।এখন কেউ হয়তো সার্চ দিবে iphone vs samsung আবার কেউ সার্চ দিবে samsung vs iphone । যা আমি উপরে উল্লেখ করেছি যে ,মানুষের সার্চ করার ধরন আলাদা হয়ে থাকে।আবার যারা আর্টিকেল লেখে তারাও একই কীওয়ার্ড নিয়ে লিখলে বা একই টপিকে লিখলেও অন্য টাইটেল দিতে পারে।
আর আমরা KGR কিওয়ার্ড রিসার্চ করার সময় allintitle: দিয়ে আমাদের নির্বাচন করা কীওয়ার্ড দিয়ে সার্চ দেই যে কীওয়ার্ড এর সার্চ ভলিউম ২৫০ এর কম।এখানেই পার্থক্য।আমাদের সিলেক্ট করা কীওয়ার্ড KGR কিওয়ার্ড হতে পারে,কিন্তু অন্য কেউ একই টপিকে অন্য টাইটেল দিয়েও লিখতে পারে। কিওয়ার্ড যেহুতু একই,আর পোস্ট র্যাঙ্ক করে কীওয়ার্ড এর উপর তাই আমাদের হিসাব ভুল হতে পারে।তাই কেজিআর কীওয়ার্ড রিসার্চ ভুল হতে পারে।এখন আপনাকে রিসার্চ করার সময় একটু ভালোভাবে রিসার্চ করতে হবে।কারণ,অনেকেই এই KGR কিওয়ার্ড দিয়েই ভালো পরিমাণ ভিজিটর পাচ্ছে।
আমাদের শেষ কথা
আশা করছি,KGR কিওয়ার্ড কি এবং কিভাবে KGR কিওয়ার্ড খুঁজে পাওয়া যাবে সেটি সম্পর্কে সঠিকভাবে ধারণা দিতে পেরেছি।এছাড়াও আমি এই KGR কিওয়ার্ড নিয়ে একটি রিসার্চ করে তারপর কিছু মতবাদ তুলে ধরেছি।আমি এটা বলনি যে মতবাদটি মিথ্যা।যে মতবাদটি তুলে ধরেছি,সেটির ভিত্তি আছে।তাই KGR কিওয়ার্ড রিসার্চ করার সময় ভালো ভাবে রিসার্চ করবেন।যেকোনো সমস্যায় মন্তব্য করুন।আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।আজকের মত এতটুকুই।