কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার এই সম্পর্কিত যেকোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে,তবে সকল প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো এই পোস্টে।আপনি যদি এসইও শিখতে চান, বা আপনার ওয়েবসাইটের জন্য এসইও করতে চান,তবে আপনাকে অবশ্যই কিওয়ার্ড কি সেটা জানতে হবে।এবং কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
এসইও এক্সপার্ট এবং Backlinko এর আগের মালিক Brian Dean বলেছেন,”কিওয়ার্ড রিসার্চ ছাড়া,এসইও কিছুই না।” তাই আমাদের এসইও শিখতে বা এসইও করতে অবশ্য কিওয়ার্ড এর দিকে নজর দিতে হবে।এজন্য প্রথমেই আমাদের জানতে হবে কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কত প্রকার।আমার এই ব্লগে আমি এসইও নিয়ে আর্টিকেল লেখার চেষ্টা করবো।ইতোমধ্যে আমি একটি আর্টিকেল লিখেছি এসইও কি এবং কিভাবে এসইও করতে হয় এই বিষয়ে।এসইও এর মাঝে অনেক কিছু আছে।আশা করছি সবকিছু এক এক করে কাভার করতে পারবো।
তো আজকের এই পার্টে আমি আলোচনা করবো SEO এর অন্তর্গত Keyword টপিক নিয়ে।আপনি শুধু একটি ওয়েবসাইট পরিচালনা করেন কিংবা ডিজিটাল মার্কেটিং করেন।আপনাকে এসইও শিখতে হবে।এজন্য প্রথমেই জানতে হবে কীওয়ার্ড সম্পর্কে।এছাড়াও আমি কীওয়ার্ড রিসার্চ নিয়েও লেখার চেষ্টা করবো।তো চলুন জেনে নেওয়া যাক, কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড রিসার্চ কি?

কিওয়ার্ড কি?
কিওয়ার্ড হলো একটি শব্দ বা কয়েকটি শব্দের সংমিশ্রণ যা লিখে মানুষ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে।আমরা আমাদের প্রয়োজনীয় অনেক তথ্য জানার জন্য সার্চ করে থাকি।আমরা যা লিখে সার্চ করি,সেটিই কিওয়ার্ড।একটি উদাহরণ দেই : মনে করুন আমি জানি না কিওয়ার্ড রিসার্চ কি।তাই এটি জানার জন্য আমি গুগল সার্চ করলাম, কীওয়ার্ড রিসার্চ কি?এই যে এই শব্দগুলো লিখে সার্চ করলাম,এগুলোই কীওয়ার্ড।এখানে “কীওয়ার্ড রিসার্চ কি” হলো কীওয়ার্ড।
তাই বলা যায়,আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ দেই,সেটিই হলো কীওয়ার্ড।এই যে মানুষ যে কীওয়ার্ড গুলো লিখে গুগলে সার্চ দেয়,সেগুলো নিয়ে যদি কেউ আর্টিকেল লেখে তার ব্লগে পাবলিশ করে।তবে সে যেই কীওয়ার্ড কে ফোকাস করে আর্টিকেল লিখলো সেটিই হবে তার সেই আর্টিকেলের মেইন কীওয়ার্ড।
আশা করি কিওয়ার্ড কি এই বিষয়ে ভালো ধারণা দিতে পেরেছি।তবু যদি কোনো প্রশ্ন থাকে, কিওয়ার্ড সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে,তবে মন্তব্য করতে পারেন।
আরো পড়ুন :
কিওয়ার্ড কত প্রকার?
কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড কাকে বলে আশা করি এই সমন্ধে ধারণা পেয়েছেন।এখন কথা হলো,কীওয়ার্ড কত প্রকার?এটি জানার আগে কীওয়ার্ড নিয়ে আরেকটু কথা বলি।কীওয়ার্ড আমরা কেনো ব্যবহার করি?বা আমাদের কীওয়ার্ড রিসার্চ করতে হবে কেনো?কীওয়ার্ড এসইও এর ক্ষেত্রে কাজে লাগে এইটা ত সবাই জানি।কিন্তু এসইও এর কোন ক্ষেত্রে কাজে লাগে জানেন?কীওয়ার্ড রিসার্চ করতে হয় অন পেজ এসইও করার জন্য।আমরা আমাদের ওয়েবসাইট বা আর্টিকেলে এসইও এর যেসব কাজ করি সেটাই অন পেজ এসইও।
এখন কথা হলো অন পেজ এসইও করার জন্য যে কীওয়ার্ড প্রয়োজন সেই কীওয়ার্ড কত প্রকার?কীওয়ার্ড কে এর ধরন অনুযায়ী আমরা ৯টি ভাগে ভাগ করতে পারি।নিচে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি।
1. Long Tail Keyword
যেসব কীওয়ার্ড ৩টি বা তার বেশি শব্দ নিয়ে তৈরি হয়,সেগুলোই লং টেইল কীওয়ার্ড বা Long Tail Keyword । Long Tail Keyword এর সার্চ ভলিউম এবং এসইও ডিফিকাল্টি অনেক কম হয়।আপনি সহজেই এই কীওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করতে পারবেন। Long Tail Keyword এর একটি উদাহরণ হলো : What is Long Tail Keyword । এখানে কিন্তু শুধু Long Tail Keyword সম্পর্কে জানার জন্য সার্চ করা হয়েছে,যেখানে What is Keyword এর এসইও ডিফিকাল্টি অনেক,সেখানে What is Long Tail Keyword এর এসইও ডিফিকাল্টি অনেক কম।কারণ,এই কীওয়ার্ড গুলো নিয়ে প্রতিযোগিতা অনেক কম।
2. Short Tail Keyword
যেসব কীওয়ার্ড ৩টি বা তার কম শব্দ নিয়ে তৈরি হয়,সেগুলোও Short Tail Keyword । এই কীওয়ার্ড গুলোতে প্রতিযোগিতা থাকে অনেক।তাই সহজেই র্যাঙ্ক করার জন্য প্রচুর পরিমাণে রিসার্চ করে তারপর প্রতিযোগীর উপর রিসার্চ করতে হয়।তবেই র্যাঙ্ক করা সম্ভব।তাই Short Tail Keyword নিয়ে কাজ করতে এসইও সম্পর্কে ভালো দক্ষতা থাকা লাগবে।
3. Short Time Fresh Keyword
এই কিওয়ার্ড গুলোকে সিজনাল কীওয়ার্ড বলা হয়ে থাকে।অর্থাৎ,শুধুমাত্র কিছু নির্দিষ্ট সময়েই এই কীওয়ার্ড গুলোর সার্চ ভলিউম থাকে।যেমন : HSC Exam Result 2023 । এই কীওয়ার্ড গুলো নিয়ে অনেকেই কাজ করে,কিন্তু কিছু সময় পরে আর কেউ এগুলো লিখে ভুলেও সার্চ করে না।
আরো পড়ুন :
4. Long Term Evergreen Keyword
এমন কিছু কীওয়ার্ড যেগুলো আজ থেকে ১০ বছর পরেও মানুষ সার্চ করবে।অর্থাৎ যে কীওয়ার্ড গুলোর সার্চ ভলিউম আজ থেকে ১০ বছর পরেও থাকবে,হয়তো কমবে কিংবা বাড়বে সেগুলোকে Long Term Evergreen Keyword বলে।যেমন ধরুন আপনি যদি কিওয়ার্ড কি? এই কীওয়ার্ডটি নিয়ে আর্টিকেল লেখেন,তবে অনেকদিন যাবত ভিজিটর পাবেন।কারণ,এই কীওয়ার্ড গুলো নিয়ে মানুষ সার্চ করে যাবে।হঠাৎ করে এইগুলোর সার্চ ভলিউম নিঃশেষ হয়ে যাবে না।এগুলোকে Long Term Evergreen Keyword বলে।
5. Product Defining Keyword
নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে বা প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেয়ার জন্য এসব কীওয়ার্ড ব্যবহার করা হয়।এই কীওয়ার্ড গুলোর ব্যবহার এখানেই সীমাবদ্ধ।যেমন : Iphone 14 features এইটা একটা Product Defining Keyword ।
6. Customer Defining Keyword
নির্দিষ্ট কোনো কাস্টমারদের টার্গেট করে যেসব কীওয়ার্ড নিয়ে আর্টিকেল লেখা হয় সেগুলোই Customer Defining Keyword । অর্থাৎ , কোনো নির্দিষ্ট কোনো কাস্টমার যারা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য বা ক্রয় করার জন্য গুগল সার্চ করে,তাদের সার্চ করা সেই কিওয়ার্ড গুলো হলো Customer Defining Keyword । যেমন : Baby dress হলো একটি Customer Defining Keyword ।
আরো পড়ুন :
7. Geo Targeting Keyword
কোনো নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট দেশকে টার্গেট করে যেসব কীওয়ার্ড নিয়ে কাজ করা হয়,সেগুলোই Geo Targeting Keyword । এই কীওয়ার্ড গুলোর কম্পিটিশন হয় অনেক কম।তাই সহজেই র্যাঙ্ক করা সম্ভব হয়।যেমন আমি এই আর্টিকেলটি একটি বিষয়ের উপর লিখছি।সেটি হচ্ছে কিওয়ার্ড কি?এবং কীওয়ার্ড সম্পর্কে বিস্তারিত।এটি কিন্তু আমি শুধু বাংলাদেশীদের টার্গেট করে লিখছি।তাই আমার সিলেক্ট করা এই কীওয়ার্ডটি একটি Geo Targeting Keyword ।আশা করি বুঝেছেন।
8. LSI Keyword
LSI Keyword এর পূর্ণরূপ হলো Latent Semantic Indexing Keyword । আমাদের মূল কীওয়ার্ড এর সাথে সম্পর্কিত সকল কীওয়ার্ড কে LSI keyword বলে।অর্থাৎ,আমরা যদি SEO নিয়ে লিখতে চাই,তবে আমাদের মেইন কিওয়ার্ড হলো SEO । এখানে SEO এর LSI কিওয়ার্ড হলো , SEO কি? SEO কিভাবে করতে হয়? SEO এর গুরুত্ব।এই সবগুলো LSI কিওয়ার্ড ।আশা করি LSI কিওয়ার্ড সম্পর্কে ধারণা দিতে পেরেছি।
9. Intent Targeting Keyword
এই কীওয়ার্ড গুলো মূলত কোনো কিছুকে উদ্দেশ্য করে তৈরি হয়।উদাহরণস্বরূপ, মনে করুন আমি একটি আর্টিকেল লিখছি ওয়েবসাইট নিয়ে।এখন আমার এই কীওয়ার্ড এর সাথে যদি কি,কেনো,কিভাবে যুক্ত করে দেই,তখন সেটা হবে Intent Targeting Keyword । বুঝেননি,তাই না? দেখুন , যখন ওয়েবসাইট এর সাথে আমি কি যুক্ত করে দিবো,তখন আমার কিওয়ার্ডটি হবে , ওয়েবসাইট কি? আবার কিভাবে যুক্ত করে দিলে হবে, কিভাবে ওয়েবসাইট বানাতে হয়?এগুলোই Intent Targeting Keyword ।আশা করছি বুঝাতে পেরেছি।
আমাদের শেষ কথা
এই পোস্টে আমি কিওয়ার্ড কি? কিওয়ার্ড কত প্রকার এবং কিওয়ার্ড এর সব ধরনের নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এসইও করতে গেলে আমাদের কিওয়ার্ড সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়।তাই কিওয়ার্ড এর এই ধরণ গুলো জানা জরুরি।আশা করছি,সবগুলো সম্পর্কে ভালো ভাবে বুঝাতে পেরেছি।তবু যদি কোথাও বুঝতে সমস্যা হয় তবে মন্তব্য করবেন।পরবর্তীতে আমি কীওয়ার্ড রিসার্চ কি এবং কিওয়ার্ড রিসার্চ এর গুরুত্ব সহ গুরুত্বপূর্ণ কীওয়ার্ড রিসার্চ করার টুল নিয়ে আলোচনা করবো।আজকের মত এতটুকুই।