সম্প্রতি একটি বিষয় ট্রেন্ড চলতেছে।সেটি হলো ChatGPT ।আপনি হয়তো এই নামটি শুনেছেন।আপনি কি জানেন ChatGPT বা চ্যাটজিপিটি কি?এটি একটি বট যা আমাদের দৈনন্দিন অনেক কাজের সমাধান নিমিষেই করে দিতে পারে।স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে সবথেকে জটিল কোডিং সম্পর্কিত যেকোনো সমস্যা সমাধানে চ্যাটজিপিটি একাই সর্বেসর্বা।নভেম্বর ৩০,২০২২ এ রিলিজ হওয়া এই বটটি নিয়ে সবাই মাতামাতি করছে।কিন্তু কেনো?কি বিশেষত্ব এই চ্যাটবট এর?চ্যাটজিপিটি এর কাছে কি গুগল অ্যাসিস্ট্যান্ট, মাইক্রোসফট সারা হার মানবে? সার্চ ইঞ্জিনের বিকল্প হতে চলেছে এই ChatGPT?এই সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিবো এই পোস্টে।এছাড়া Chat GPT সম্পর্কে বিস্তারিত জানতে What is ChatGPT in Bangla পোস্টটি পড়ুন।
ChatGPT কি?
ChatGPT হলো একটি চ্যাটবট।যা AI দিয়ে তৈরি।AI অর্থ হলো Artificial Intelligence । ChatGPT এর পূর্ণরূপ হলো Generative Pre-training Transformer । অর্থাৎ, এই চ্যাটবট এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যেনো মানুষের মত করে চ্যাট বেজড কনভার্সেশন করতে পারে।অর্থাৎ,মানুষের বিভিন্ন প্রশ্নের এবং সমস্যার সমাধান লিখে দিতে পারে।আমরা ইদানীংকালে দেখছি অনেক রোবট তৈরি করছে বিভিন্ন প্রতিষ্ঠান।যেগুলো বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়।ঘর পরিষ্কার করা থেকে শুরু করে মহাকাশ অব্দি পৌঁছে গেছে রোবট।এই রোবট তৈরিতে ব্যবহার করা হয় AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা।অর্থাৎ,মানুষের মতো বুঝার ক্ষমতা প্রদান করা হয় কোডিং করে।তেমনি AI দিয়ে সম্প্রতি OpenAI প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটি তৈরি করেছে।এটি প্রথম প্রকাশ করা হয় গত বছরের নভেম্বর মাসে।অর্থাৎ, নভেম্বর ৩০, ২০২২ তারিখে।
রিলিজ হওয়ার পরবর্তী ৫ দিনের মধ্যে এই ChatGPT Chatbot ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে।যা এখন অব্দি একটি রেকর্ড বলা যায়। সোশ্যাল মিডিয়া এর ক্ষেত্রে টুইটার এর ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করলে লেগেছিলো প্রায় ২ বছর, ফেসবুক এর ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করতে লেগেছিলো ১০ মাস।অন্যদিকে Dropbox এর লেগেছিলো ৭ মাস ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করতে এবং Spotify এর লেগেছিলো ৫ মাস।যেখানে এখনের সবথেকে জনপ্রিয় সোশাল মিডিয়া TikTok এবং Instagram এত দ্রুত এত বেশি সাবস্ক্রাইবার ক্রস করতে পারেনি।সেখানে চ্যাটজিপিটি এর মাত্র ৫দিনে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করা আসলেই একটি রেকর্ড।
আরো পড়ুন :
এই চ্যাটবট দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় প্রায় অনেক কাজ করে নিতে পারবেন।যেমন মনে করুন আপনার ওয়েবসাইটে পোস্ট করার মতো একটি আর্টিকেল প্রয়োজন।আপনি তৎক্ষণাৎ ChatGPT দিয়ে একটি আর্টিকেল লিখে নিতে পারবেন।অথবা মনে করুন আমাদের স্কুলের একটি হোমওয়ার্ক দিয়েছে,আমরা চাইলে সেটি চ্যাটজিপিটি দিয়ে করে নিতে পারি।এছাড়া অনেকেই তাদের কোডিং রিলেটেড যেকোনো সমস্যার সমাধান নিমিষেই পেয়ে যাচ্ছেন এই চ্যাটবট এর সাহায্যে।
এখন আপনি যদি এই ChatGPT চ্যাটবট কে বলেন যে, “Suggest me some action movies” । তবে কিন্তু এটি অনেক দ্রুত আপনাকে কয়েকটি মুভি সাজেস্ট করবে।অর্থাৎ,এটিকে আপনি বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট এর সাথে তুলনা করতে পারেন।যেমন গুগলের রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট।যেখানে আমরা কিছু বললে এই অ্যাসিস্ট্যান্ট আমাদের গুগল সার্চ করে বিভিন্ন উত্তর দিয়ে থাকে।তেমনি চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা কিছু টাইপ করলে সেটির উত্তর দেয় এই চ্যাটবটটি।আপনি একটি অ্যাসিস্ট্যান্ট এর মত করেই এর সাথে চ্যাট করতে পারবেন।
ChatGPT আমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে থাকে।কিন্তু এই চ্যাটজিপিটি কি এগুলো জানে?না। ChatGPT মূলত ইন্টারনেট থেকে প্রাপ্ত সকল তথ্য সঠিকভাবে গুছিয়ে আপনাকে বলতে সক্ষম।এই চ্যাটবটটির কাছে আপনি যেকোনো সাজেশন চাইলে সেটি দিয়ে দিতে সক্ষম।নিচে আমি একটি ইমেজ যুক্ত করে দিচ্ছি,যেখানে দেখতে পাবেন আমি ChatGPT কে প্রশ্ন করেছি, “ChatGPT কি?” । উত্তরে সে নিজের সম্পর্কে কিছু লিখে দিয়েছে।

বিশেষ দ্রষ্টব্য : ChatGPT এর সাথে আপনি বাংলাতেও কথা বলতে পারবেন।বাংলাতে কিছু লিখলেও সেটি উত্তর দিবে এই চ্যাটবটটি।
আরো পড়ুন :
ChatGPT কে তৈরি করেছে?
ChatGPT কি এটা তো আমি ইতোমধ্যে বিস্তারিত আলোচনা করেছি।আপনি কি জানেন চ্যাটজিপিটি কে বা কারা তৈরি করেছে?এর আবিষ্কারক বা ডেভেলপার কারা? OpenAI (ওপেনএআই) হলো একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোম্পানি। যেখানে তারা বিভিন্ন ধরনের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত বিষয় নিয়ে রিসার্চ করে থাকে।এই OpenAI এর তৈরি ChatGPT । ২০২২ সালের নভেম্বর মাসে ওপেনএআই চ্যাটজিপিটি রিলিজ করেছে।
Artificial Intelligence (AI) নিয়ে বর্তমানে পুরো পৃথিবীতে যতগুলো কোম্পানি কাজ করে তাদের মাঝে অন্যতম একটি হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই। ওপেন এআই কোম্পানিটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইলন মাক্স।সময়টি ২০১৫ সাল।ইলন মাক্স এবং তার আরো ৬ জন সহযোগী মিলে OpenAI প্রতিষ্ঠা করেছিলেন। যেটি সম্পূর্ণ অমুনাফাভোগী একটি প্রতিষ্ঠান যেটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে।২০১৮ সালে এলন মাস্ক Open AI থেকে সরে আসে এবং পরবর্তীতে মাইক্রোসফট Open AI তে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে।
GPT-3 এর কারণে OpenAI বেশ আলোচনায় ছিলো।কারণ এই জিপিটি-৩ মানুষের মতো করে লিখতে পারতো।এরপর আসে Dall – E । যেটির সক্ষমতা হলো যেকোনো টেক্সট অর্থাৎ লেখা থেকে আর্ট জেনারেট করতে পারে।অর্থাৎ,আপনি কিছু লিখে দিলে সে অনুযায়ী এই বটটি আপনাকে একটি ইমেজ তৈরি করে দিবে।যেমন টা দেখা যাচ্ছে কিছুদিন পূর্বে রিলিজ হওয়া একটি বট Midjourney এর ক্ষেত্রে।এক্ষেত্রে আমরা imagine prompt দিয়ে যা টাইপ করি,সেটাই ইমেজ আকারে রূপ দিয়ে থাকে।
চ্যাটজিপিটি হলো উল্লেখিত সকল AI সিস্টেম এর আপগ্রেড ভার্সন। ChatGPT কে ওপেনএআই একটি ল্যাঙ্গুয়েজ মডেল হিসেবে ডিজাইন করেছে।যেনো সহজেই মানুষের যেমন সমস্যার সমাধান এবং প্রশ্নের উত্তর মানুষের মত করেই দিতে পারে। ChatGPT এর সাথে টেক্সট করলে মনে হবে যেনো কোনো মানুষের সাথে টেক্সট করছি।কোনো বট না ,বরং অপরপাশে কোনো মানুষ আছে যে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে এবং সমস্যাগুলোর সমাধান দিচ্ছে।
আরো পড়ুন :
এখন পর্যন্ত চ্যাটজিপিটি এর সর্বমোট তিনটি ভার্সন রয়েছে ।এগুলো হচ্ছে : ChatGPT , ChatGPT-2 , ChatGPT-3।বর্তমানে চ্যাটজিপিটি এর যে ভার্সনটি চালু অবস্থায় রয়েছে সেটি হচ্ছে ChatGPT-3.5 । ChatGPT এর এই সফলতার পর Open AI এর মার্কেট ভ্যালু হয়ে গেছে ৩০ বিলিয়ন ডলার এর চেয়েও বেশি।
কি ধরনের উত্তর পাওয়া যাবে ChatGPT থেকে?
আপনি এই চ্যাটবটটিকে একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।তবে অন্যান্য ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট আমাদের ভয়েস বুঝে রিপ্লাই দিয়ে থাকে,কিন্তু ChatGPT এর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা।একে আমাদের টেক্সট করে কিছু বলতে হবে। চ্যাটজিপিটি কে আপনি আপনার জটিল সব কোডিং সম্পর্কিত সমস্যায় প্রশ্ন করতে পারেন,এতে করে সমস্যাটির সমাধান দেয়ার পাশাপাশি এটি আপনাকে সেই সমস্যার বিস্তারিত কারণ বুঝিয়ে দিবে এবং কোথায় সমস্যা সেটিও উল্লেখ করে দিবে।যেনো কোনো হিউম্যান টিচার।
এছাড়াও অনেকেই এই চ্যাটজিপিটি চ্যাটবট ব্যবহার করে তাদের স্কুলের হোমওয়ার্ক করে নিচ্ছে।আমাদের এখন আর কোনো ধরনের কম্পোজিশন বা ইমেইল লেখার জন্য কয়েক ঘন্টা ব্যয় করতে হবে না। ChatGPT এর দ্বারা,এই সব কাজই এখন সহজ।এখানেই কি সীমাবদ্ধ?না। ChatGPT দিয়ে আপনি আপনার অফিসের প্রেজেন্টেশন অব্দি করিয়ে নিতে পারবেন।জীবন কত সহজ করে দিচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।তাই না?
আমরা যে এই ChatGPT চ্যাটবট এর সাথে কথা বলছি,সেগুলো কিন্তু এই বটটি মনে রাখতে পারে।আবার আমাদের কনভারসেশনগুলো পরবর্তীতে ব্যবহার করে এই বটটিকে আরো উন্নত করে তুলবে ওপেনএআই।
ChatGPT কি ফ্রী?
Chat GPT এখন পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করা যাচ্ছে।এই চ্যাটবটটির কাজ এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি।এখন অব্দি ChatGPT ফিডব্যাক অবস্থায় আছে।অর্থাৎ,আমাদের কনভার্সেশন ব্যবহার করে Chat GPT Chatbot টি আরো উন্নত করার কাজ করা হবে।তবে এটির পরিসর যেমন অনেক বিশাল,তেমনি প্রতিটি কনভারসেশন এর জন্য এর ব্যয় অনেক।অর্থাৎ,আমাদের এখন বিনামূল্যে ব্যবহার করতে দেয়া হচ্ছে ঠিকই,কিন্তু এর জন্য কোম্পানির ব্যয় হচ্ছে।কোনো এক সময় গিয়ে Dall – E এর মত হয়ে যাবে।
আরো পড়ুন :
Dall – E তে ফ্রী কিছু আর্ট জেনারেট করা যায়,এরপর ব্যবহার করার জন্য সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন হয়।ঠিক তেমনি, ChatGPT Chatbot কোনো এক সময় গিয়ে প্রিমিয়াম হয়ে যাবে।স্যাম আল্টমেন, ওপেনআই এর সিইও ঠিক এমনটাই বলেছেন।এখন আমরা চ্যাটজিপিটি ফ্রী ব্যবহার করতে পারছি,কিন্তু কোনো এক অনির্দিষ্ট সময় পরে এটি ব্যবহার করতে আমাদের সাবস্ক্রিপশন কিনতে হবে।
ChatGPT এর সীমাবদ্ধতা
Chat GPT এর সীমাবদ্ধতা রয়েছে এটি স্বয়ং OpenAI বলেছে। চ্যাটজিপিটি আমাদের একদম নির্ভুল তথ্য দিতে সক্ষম নয়।এছাড়া এই চ্যাটবটটি কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করে কোনো তত্ত্বের উত্তর খুঁজে এনে দেয় না।বরং,এই Chatbot টিকে যেসব কিছু সেখানো হয়েছে,সেগুলোই বলতে পারে।যেমন ধরুন, আপনি যদি ChatGPT কে প্রশ্ন করেন কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন,তবে ওয়েবসাইট কিভাবে বানাবেন এবং কি কি লাগবে এগুলো বলতে পারবে ঠিকই,কিন্তু ওয়েবসাইট বানাতে যেসব জিনিস দরকার তা কোথায় পাওয়া যাবে সেটি বলতে পারবে না।
যেমন আমি ChatGPT চ্যাটবট কে প্রশ্ন করেছিলাম, Suggest me some domain name । আমাকে কিছু ডোমেইন নেম সাজেস্ট করেছে।নিচের ইমেজটি লক্ষ করুন।

আমি আবারও প্রশ্ন করেছিলাম, Are these domain name available to buy? দেখুন নিচের ইমেজে সে প্রতিউত্তরে কি বলেছে।ডোমেইন নামগুলো কেনার জন্য অভাইলাবল কি না সেটা সে বলতে পারবে না ঠিকই,কিন্তু আমাকে সাজেস্ট করে দিয়েছে আমি কিভাবে চেক করতে পারি।

এরকম আরো অনেক সীমাবদ্ধতা আছে Chat GPT চ্যাটবট এর।এগুলো আপনি ব্যবহার করার সময় লক্ষ করবেন।
ChatGPT কি সার্চ ইঞ্জিনের বিকল্প?
অনকেই Chat GPT এর প্রশ্নের উত্তর দেয়ার সক্ষমতা, বিভিন্ন সমস্যার সমাধান দেয়ার শক্তি , অনেক জটিল কোডিং এর সমাধান দেয়ার বুদ্ধিমত্তা দেখে ভাবতে পারেন যে এটি কি আসলেই সার্চ ইঞ্জিন এর ব্যবসায় লাল বাত্তি জ্বালিয়ে দিবে?আসলে অবাক হওয়ার মতো বিষয় বটে।কারণ, Chat GPT এর সক্ষমতা আসলেই অনেক বিশাল।তবে,এখানে একটি কিন্তু আছে। Chat GPT কিন্তু সার্চ ইঞ্জিন এর মত এতটাও সমৃদ্ধ না।অর্থাৎ, Chat GPT কে যেসব বিষয় শেখানো হয়,সেগুলোই উত্তর হিসেবে দিতে পারে।
যেমন আপনি যদি একে কোনো তত্ত্বীয় বিষয়ে প্রশ্ন করেন, বা নিউটনের সূত্রের বিশ্লেষণ চান তবে দিতে পারবে।আবার আপনি যদি জানতে চান Infinix hot 10 play spec তবে সঠিক ভাবেই সকল তথ্য দিয়ে দিবে।কিন্তু এই চ্যাটবট আপনাকে বলতে পারবে না যে Infinix Hot 10 Play ফোনটি কোথায় কিনতে পারবেন।যেটি একটি সার্চ ইঞ্জিন সহজেই বলতে পারবে।কারণ,সার্চ ইঞ্জিন এর নিজের কাছে কো তথ্য নেই।সকল তথ্য বিভিন্ন ওয়েবসাইট থেকে রেজাল্ট হিসেবে শো করে থাকে।তাই আমরা যেকোনো বিষয়ে তথ্য পাওয়ার পাশাপাশি কোনো প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে সেটিও জানতে পারি।

কিন্তু AI এর বেলায় ব্যাপারটি একটু ভিন্ন।কারণ, AI কে সবকিছু আয়ত্ত করতে হয়। ChatGPT যে আমাদের এত তথ্য দিচ্ছে,সকল কিছু তার নিজের তথ্য ভান্ডার থেকে দিচ্ছে।সার্চ ইঞ্জিন এর বিকল্প হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে Chat GPT এর তথ্যভান্ডার এর অনেক বেশি সমৃদ্ধ করে তুলতে হবে।তবেই সার্চ ইঞ্জিনকে টেক্কা দিতে পারবে।তবে এখন অব্দি নতুন হিসেবে, Chat GPT যে পরিমাণ এগিয়েছে, তা বলার বাইরে।এভাবেই যদি আরো উন্নত করা হয় এই Chaatbot কে,তবে অবশ্যই কোনো এক সময় হয়তোবা সার্চ ইঞ্জিনগুলো টেক্কা দিবে Chat GPT চ্যাটবট।
ChatGPT কিভাবে ব্যবহার করবো?
চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে আপনাকে ওপেনএআই এর ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে একটি একাউন্ট খুলতে হবে।তবেই আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন।চ্যাট জিপিটি অ্যাকসেস করার জন্য chat.openai.com/chat এই লিংকটিতে ভিজিট করুন।তারপর একটি একাউন্ট খুলতে বলতে,একাউন্ট খুললেই চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবেন।এছাড়া আপনি প্লে স্টোরে Chat GPT নামে অ্যান্ড্রয়েড অ্যাপ দেখে থাকবেন,কিন্তু সেটি Open AI এর তৈরি অ্যাপ নয়।তাই চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে। (আমি এই বিষয়ে সিউর হওয়ার জন্য Chat GPT কেই প্রশ্ন করেছিলাম।হাহা)
আমাদের শেষ কথা
এখন অব্দি আমি বর্তমানে ট্রেন্ড এ থাকা ChatGPT চ্যাটবট নিয়ে আলোচনা করেছি।এই পোস্টে চ্যাটজিপিটি নিয়ে বিস্তারিত লিখার চেষ্টা করেছি।জানিনা কতটুকু সফল হয়েছি।এছাড়াও আপনি Chat GPT নিয়ে যেকোনো প্রশ্নের উত্তর জানতে মন্তব্য করতে পারেন।এই চ্যাটবটটি আপনার দৈনন্দিন অনেক কাজে সহায়ক হবে বলে আশা করছি।আজকের মত এতটুকুই।এমন আরো পোস্ট পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত ভিজিট করুন আমাদের TechyBN ব্লগ।