দুবাই টাকার রেট কত সেটি আমাদের দেশের অনেক প্রবাসী ভাই মাঝে মাঝেই জানতে চান।আমাদের দেশের সেসব প্রবাসী ভাইদের জন্য TechyBN এর আজকের আয়োজন।এই পোস্টে আমি আজকের দুবাই টাকার রেট কত সেটি নিয়ে আলোচনা করবো।১ দিরহাম = কত টাকা হয় সেটিও জানতে পারবেন এই পোস্ট থেকে।তাই পুরো পোস্টটি পড়বেন।
আপনি যদি জানতে চান যে , আজকে দুবাই টাকার রেট বাংলাদেশ এ কত তবে সঠিক জায়গায় এসেছেন।আমি ইতোমধ্যে কয়েকটি দেশের টাকার রেট সম্পর্কে বিস্তারিত পোস্ট করেছি।আজকের এই পোস্টে আমি দুবাই দেরহাম রেট বাংলাদেশ এ কত সেটি নিয়ে কথা বলবো।এছাড়াও , দুবাই দেরহাম রেট সম্পর্কিত মানুষ যেসব প্রশ্ন করে থাকেন,সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করবো।
দুবাই UAE বা United Arab Emirates এর একটি দেশ।বিশ্বের সবথেকে ধনী দেশগুলোর মাঝে দুবাই একটি।এই দেশের টাকার রেট অন্যান্য দেশের তুলনায় প্রায় সময় একটু বেশি থাকে।তাদের অর্থনীতি অনেক শক্তিশালী হওয়ায় তারা নিজেদের বিশ্বের সবথেকে ধনী দেশ হিসেবে পরিচিত হতে পেরেছে।অনেকেই বিলাসবহুল জীবনযাপন করার লক্ষে দুবাই ভ্রমণ করে থাকেন।এছাড়াও আমাদের দেশের অনেক প্রবাসী ভাই দুবাইতে থাকেন কর্মী হিসেবে।

যেসব কর্মী ভাই দুবাইতে আছেন,তারা প্রায়শই দুবাই টাকার রেট বাংলাদেশ এ কত সেটি জানতে চেয়ে প্রশ্ন করে থাকেন।তারা দেশে তাদের পরিবার – পরিজন এর কাছে টাকা পাঠানোর জন্য বাংলাদেশের আজকের টাকার রেট কত সেটি জানতে চান।তাই আপনারা যেনো সহজেই দুবাই দেরহাম রেট কত সেটি জানতে পারেন,তাই আজকের আমাদের এই পোস্ট।তো চলুন দেখে নেয়া যাক,আজকের এই পোস্টে আপনি কি কি পাবেন।
- ১ দিরহাম = কত টাকা
- দুবাই টাকার রেট বাংলাদেশ
- দুবাই দেরহাম রেট বাংলাদেশ
- দুবাই ১ টাকা বাংলাদেশের কত টাকা
- দুবাই ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
- দুবাই ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা
- আজকের দিরহাম রেট বাংলাদেশ
- দুবাই টাকার রেট ২০২৩ বাংলাদেশ
- দুবাই টাকার রেট ২০২৩
আজকের এই পোস্টে আমি উপরোক্ত সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।আপনি যদি দুবাই টাকার রেট জানতে আমাদের ব্লগে এসে থাকেন,তবে পুরো পোস্টটি পড়বেন।তাহলে আপনি টাকার রেট সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি।
দুবাই টাকার নাম কি ?
আমাদের দেশের মুদ্রার নাম হলো টাকা।টাকা আন্তর্জাতিক মুদ্রার নাম নয়।তাই,প্রতিটি দেশে মুদ্রার নাম টাকা বলা হয় না।একেক দেশের রয়েছে একেক রকম মুদ্রার নাম।দুবাই টাকার নাম বা দুবাই মুদ্রার নাম হলো দিরহাম।দুবাইতে টাকাকে দিরহাম বলা হয়ে থাকে।তাই,আপনি যদি দুবাই ভ্রমণ করতে বা প্রবাসী হিসেবে যেতে চান,আপনার এই বিষয়টি মাথায় রাখতে হবে।
দুবাই টাকার রেট
আজকের দুবাই টাকার রেট হলো 28.27 টাকা।অর্থাৎ, আপনার কাছে যদি এক দুবাই দিরহাম থাকে,তবে আপনি সেটির বিনিময়ে বাংলাদেশ এ প্রায় ২৮.২৭ টাকা পাবেন।তবে মনে রাখতে হবে,যেটি আমি প্রায় প্রতিটি পোস্টে বলে থাকি।সেটা হচ্ছে,টাকার রেট প্রতিনিয়ত উঠানামা করে থাকে।তাই,আজকের দুবাই দিরহাম রেট এবং আগামীকাল বা আগামী পরশু এর দুবাই দিরহাম রে এর মিল থাকবে না যেমন আজকের দুবাই টাকার রেট এর সাথে ৬ দিন আগের দুবাই দিরহাম রেট এর কোনো মিল নেই।
দুবাই টাকার রেট বাংলাদেশ
দুবাই দিরহাম এর রেট একেক দেশের সাথে একেক রকম।দুবাই এর চেয়ে অধিক ধনী কোনো দেশের মুদ্রার মান যদি তুলনা করতে যাওয়া হয়,তবে কিন্তু দুবাই এর টাকার রেট বেশি হবে না।তখন সেই দেশটির মুদ্রার রেট বেশি হবে।কারণ,সেই দেশের অর্থনীতি আরো বেশি শক্তিশালী।তেমনি দুবাই আমাদের বাংলাদেশ থেকে ধনী একটি দেশ।ঠিক সে কারণেই,দুবাই টাকার রেট বাংলাদেশ এ একটু বেশি।দুবাই এর দিরহাম রেট বাংলাদেশ হচ্ছে ২৮.২৭ টাকা।অর্থাৎ, দুবাই ১ দিরহাম এর রেট আমাদের বাংলাদেশ এ ২৮.২৭ টাকা।
আরো পড়ুন :
- রোমানিয়ার টাকা রেট কত?রোমানিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা?
- আজকের ডলার রেট কত?১ ডলার = কত টাকা হয়?
- ওমান রিয়াল রেট কত? ১ ওমান রিয়াল বাংলাদেশের কত টাকা?
- সৌদি আরবের রিয়াল এর আজকের রেট কত?
আজকের দিরহাম রেট বাংলাদেশ
দুবাই দিরহাম রেট প্রতিনিয়ত উঠানামা করে থাকে।ঠিক সে কারণেই,গতকাল দিরহাম এর রেট যত ছিলো,আজ সে রেট নেই।আজ যে রেট আছে,সেটি আবার গতকাল বা পরশুদিন থাকবে কি না বলা সম্ভব না।হয়তো দিরহাম রেট বাংলাদেশ এ কমে যাবে কিংবা বেড়ে যাবে।আজকের দিরহাম রেট বাংলাদেশ এ ২৮.২৭ টাকা।
দুবাই টাকার রেট ২০২৩
দুবাই দিরহাম এর রেট ২০২৩ এ ২৮.২৭ টাকা।দুবাই দিরহাম এর রেট বাংলাদেশ ২০২৩ এ ২৮.২৭ টাকা।নতুন বছরের শুরুতে আজ জানুয়ারি ১৫,২০২৩ এ দুবাই দিরহাম এর রেট হলো ২৮.২৭ টাকা।কোনো দেশের মুদ্রার মান স্থির থাকে না,তাই কোনো দেশের মুদ্রার সঠিক মান কত সেটা বলা সম্ভব নয়।
Frequently Asked Questions
নিচে আমি দুবাই টাকার রেট বা দুবাই দিরহাম রেট নিয়ে মানুষ যেসব প্রশ্ন করে থাকেন,সেসব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।আপনি যদি আজকে দুবাই দিরহাম এর রেট কত সেটি জানতে চান,তবে নিচের প্রশ্ন এবং উত্তরগুলো দেখলে অনেক ধারণা হয়ে যাবে আশা করছি।
দুবাই ১ টাকা বাংলাদেশের কত টাকা ?
আজকে দুবাই ১ টাকা বাংলাদেশের ২৮.২৭ টাকা।আপনার কাছে যদি দুবাই এর ১ টাকা থাকে,বা দুবাই এর ১ দিরহাম থাকে,তবে সেটির মান বাংলাদেশ এ আজকের দুবাই টাকার রেট অনুযায়ী ২৮.২৭ টাকা।
আরো পড়ুন :
- কাতার টাকার রেট কত? কাতারের ১ টাকা বাংলাদেশের কত টাকা?
- মালয়েশিয়ার টাকার রেট কত?মালয়েশিয়া রিংগিত এর আজকের রেট।
- সিঙ্গাপুর ডলার এর রেট কত?সিঙ্গাপুর ১ ডলার = কত টাকা?
দুবাই ১০০ টাকা বাংলাদেশের কত টাকা ?
আজকের দিরহাম রেট বাংলাদেশ অনুযায়ী দুবাই ১০০ টাকা বাংলাদেশ এর ২৮২৭ টাকা।আপনি যদি দুবাই থেকে দেশে ১০০ দিরহাম পাঠান,তবে আপনার পরিবার দেশে বসে ২৮২৭ টাকা পাবেন।আজকের দিরহাম রেট হলো ২৮.২৭ টাকা।তাই ১০০ দিরহাম = ২৮.২৭×১০০ টাকা।অর্থাৎ দুবাই ১০০ টাকা বাংলাদেশের ২৮২৭ টাকা।
দুবাই ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা ?
দুবাই ১০০০ টাকা বাংলাদেশের ২৮,২৭০ টাকা।দুবাই থেকে ১০০০ দিরহাম বাংলাদেশ এ পাঠালে আজকের দুবাই দিরহাম রেট অনুযায়ী আপনার পরিবার দেশে বসে ২৮,২৭০ টাকা পাবেন।এই রেট আগামীকাল কমতে পারে বা বাড়তে পারে।যদি দিরহাম এর রেট বেড়ে যায়,তবে বাংলাদেশ এ ১ দিরহাম এর বিনিময়ে আরো বেশি টাকা পাওয়া যাবে। তাই,প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন দুবাই টাকার রেট কত সেটা জানতে।
আমাদের শেষ কথা
আজকের এই পোস্টটি ছিলো দুবাই টাকার রেট বা দুবাই দিরহাম রেট কত সেটি নিয়ে।পোস্টের ভিতর আমি দুবাই এর মুদ্রা দিরহাম এর রেট বাংলাদেশী টাকায় কত হবে সেটি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি।আপনি যদি দুবাই এর মুদ্রার রেট জানতে আমাদের ওয়েবসাইটে এসে থাকেন,এবং এই অব্দি পড়েন তবে আশা করছি আপনি আজকের দুবাই টাকার রেট কত সেটি সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেছেন।এছাড়াও আরো কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করবেন।