সব সিমের নাম্বার দেখার কোড : আমাদের প্রত্যেকের কাছেই একটি করে স্মার্টফোন আছে। স্মার্টফোন আসার পর থেকে আমরা অনেক কাজই সহজেই করতে পারছি।যেমন এখন আমাদেরকে কল দেয়ার জন্য টেলিফোন ব্যবহার করতে হয় না।একের ভিতর অনেক কিছুই আছে।কল দেয়ার জন্য আমাদের স্মার্টফোনে সিম কার্ড ব্যবহার করতে হয়।আমাদের দেশে রয়েছে প্রায় কয়েকটি মোবাইল অপারেটর কোম্পানি।যেগুলোর নাম্বার এবং ইউএসএসডি কোড সম্পূর্ণ ভিন্ন।তাই প্রতিটি সিমের কোড ভিন্ন হয়ে থাকে।আর আমরা যদি আমাদের সিমের নাম্বার জানতে চাই,তবে আমাদের নির্দিষ্ট কোড ডায়াল করতে হয়।

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার কোড ২০২৩ শেয়ার করবো।যেনো আপনি সহজেই যেকোনো সিমের নাম্বার দেখতে পারেন কোনো সমস্যা ছাড়াই।
কেন নাম্বার চেক করার কোড জানতে হবে?
সব সিমের নাম্বার দেখার কোড আলাদা হয়ে থাকে।আমাদের অনেকের হাতেই স্মার্টফোন আছে।আমরা চাইলে কোড ডায়াল করে সিমের নম্বর চেক করতে পারি।কিংবা আমাদের সিমের জন্য আলাদা অ্যাপ পাওয়া যায় যেখানে আমি সিমের নাম্বার দেখার পাশাপাশি অনেক কাজ করতে পারি।যেমন : ইন্টারনেট অফার কেনা, মিনিট কেনা, ব্যান্ডেল প্যাক কেনা, এসএমএস প্যাক কেনা ইত্যাদি।কিন্তু যাদের হাতে ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন আছে,তারা শুধুমাত্র কোড ডায়াল করেই সিমের নাম্বার জানতে পারে।
তাই আমাদের যেসব সিম আছে সেগুলোর নাম্বার দেখার কোড জানা থাকতে হবে।আপনি যদি আপনার সিমের নাম্বার দেখার কোড না জানেন তবে পুরো পোস্টটি পড়ুন।এখানে আপনি বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড , জিপি সিমের নাম্বার দেখার কোড , রবি সিমের নাম্বার দেখার কোড , এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড , টেলিটক সিমের নাম্বার দেখার কোড , স্কিটো সিমের নাম্বার দেখার কোড পেয়ে যাবেন।
আরো পড়ুন :
আমাদের অনেকেরই কয়েকটি সিম কার্ড আছে।সবগুলো সিমের নাম্বার মুখস্ত রাখা সবার পক্ষে সম্ভব হয় না।তাই প্রয়োজন হয় সকল সিমের নাম্বার দেখার কোড।
এই পোস্টে যেসব সিমের নাম্বার চেক করার কোড পাবেন
- বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড
- জিপি সিমের নাম্বার দেখার কোড
- রবি সিমের নাম্বার দেখার কোড
- এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড
- টেলিটক সিমের নাম্বার দেখার কোড
- স্কিটো সিমের নাম্বার দেখার কোড
সব সিমের নাম্বার দেখার কোড
নিচে আমি সব সিমের নাম্বার দেখার কোড সিম অনুযায়ী তুলে ধরছি।তো চলুন দেখা যাক সকল সিমের নাম্বার দেখার কোড পোস্টটিতে কি কি থাকছে আপনার জন্য।
বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড

বাংলালিংক সিম বর্তমান যেসব মোবাইল অপারেটর কোম্পানি আছে বাংলাদেশে,তাদের মধ্যে অন্যতম।বাংলালিংক থেকে তাদের গ্রাহকদের জন্য অনেক নতুন নতুন এবং সাশ্রয়ী অফার দিয়ে থাকে।বাংলালিংক এমবি অফার, বাংলালিংক মিনিট অফার , বাংলালিংক এসএমএস অফার ইত্যাদি।তাই অনেকেই বাংলালিংক সিম ব্যবহার করে।
আপনি যদি বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন এবং আপনার সিমের নাম্বার না জানেন,তবে আমি আপনাকে একটি বাংলালিংক নাম্বার চেক করার কোড দিচ্ছি,যেটি আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করার পর আপনার বাংলালিংক নাম্বার পেয়ে যাবেন।তো আপনার বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড হলো *511# । আপনার বাটন ফোন হোক,কিংবা স্মার্টফোন।ফোনের ডায়াল প্যাডে গিয়ে এই কোডটি ডায়াল করলে পপআপ আকারে আপনার বাংলালিংক সিমের নাম্বার টি পেয়ে যাবেন।এই ছিলো বাংলালিংক নাম্বার চেক করার কোড।আশা করি বুঝতে পেরেছেন।
গ্রামীন সিমের নাম্বার দেখার কোড

বাংলাদেশে যতগুলো মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে,তাদের মাঝে সবথেকে বড় মোবাইল অপারেটর কোম্পানি হলো গ্রামীণফোন।গ্রামীণফোন অনেকদিন যাবত বাংলাদেশে ব্যবসা করে আসতেছে।আপনি হয়তো ইতোমধ্যে লক্ষ করেছেন জিপিতে অনেক ইন্টারনেট অফার,মিনিট অফার এবং এসএমএস অফার দিচ্ছে।সম্প্রতি গ্রামীণফোন আবারও তাদের সিম বিক্রি শুরু করার অনুমোদন পেয়ে গেছে।আপনি যদি একজন জিপি সিম ব্যবহারকারী হয়ে থাকেন,তবে নিশ্চয়ই গ্রামীন সিমের নাম্বার দেখার কোড কি সেটা জানতে আগ্রহী।
আরো পড়ুন :
গ্রামীন সিমের নাম্বার দেখার কোড হলো *2# ।আপনি এই কোডটি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করে ডায়াল করলে পপআপ আকারে আপনার জিপি সিমের নাম্বার পেয়ে যাবেন।তো এই ছিলো গ্রামীন সিমের নাম্বার দেখার কোড।আশা করি আপনি বুঝেছেন গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে।
রবি সিমের নাম্বার দেখার কোড

রবি বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানি গুলো মাঝে অন্যতম।অনেকেই রবি সিম ব্যবহার করে এর ইন্টারনেট অফার, মিনিট অফার এবং এসএমএস অফার এর কারণে।বিশেষ করে ২০০০ এসএমএস ২০ টাকায় রবি প্রথম দিয়েছিলো।এমন এসএমএস অফার এর কোনো মোবাইল অপারেটর কোম্পানি দিতে পারেনি।এছাড়াও অনেক সাশ্রয়ী দামে রবিতে ইন্টারনেট অফার পাওয়া যায়।
আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকেন,তবে নিশ্চয়ই রবি সিমের নাম্বার দেখার কোড জানতে চান।কারণ,অনেক সময় আমরা আমাদের সিমের নাম্বার ভুলে যাই বা জানি না।তখন আমাদের রবি সিমের নাম্বার চেক করার কোড প্রয়োজন হয়।রবি সিমের নাম্বার দেখার কোড হলো *2# । এই কোডটি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করে কল দিলেই সাথে সাথে পপআপ আকারে রবি সিমের নাম্বার পেয়ে যাবেন।আশা করি আপনি রবি সিমের নাম্বার কিভাবে চেক করে বুঝেছেন।
আরো পড়ুন :
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড

এয়ারটেল সিমে সবথেকে কম দামে অনেক ভালো ইন্টারনেট অফার পাওয়া যায়।আপনি হয়তো জেনে থাকবেন যে, এয়ারটেল এবং রবি আজিয়াটা লিমিটেড একসাথে চুক্তিবদ্ধ হয়ে বাংলাদেশে ব্যবসা করছে। এয়ারটেল সিমে অনেক কম দামে মিনিট অফার , এমবি অফার , এসএমএস অফার পাওয়া যায়।আপনি যদি আপনি এয়ারটেল সিমের নাম্বার না জানেন তবে আপনাকে এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড দিচ্ছি।এটি ডায়াল করে আপনার এয়ারটেল সিমের নাম্বার জানতে পারবেন।
এয়ারটেল সিমের নাম্বার দেখার কোড হলো *2# ।এই কোডটি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করে কল দিলে আপনার এয়ারটেল সিমের নাম্বার পেয়ে যাবেন।আশা করছি এয়ারটেল সিমে নাম্বার কিভাবে চেক করে বুঝতে পেরেছেন।
আরো পড়ুন :
টেলিটক সিমের নাম্বার দেখার কোড

টেলিটক হলো আমাদের দেশের নিজস্ব কোম্পানি।টেলিটক সরকারের অধীনে থাকা বাংলাদেশের বর্তমান একমাত্র একটি মোবাইল অপারেটর কোম্পানি।দেশী কোম্পানি হওয়ার কারণে অনেক অফার সাশ্রয়ী দামে পাওয়া যায়।আপনি যদি একজন টেলিটক সিমের গ্রাহক হয়ে থাকেন,তবে অবশ্যই লক্ষ করেছেন টেলিটক এ অনেক কম দামে ইন্টারনেট অফার পাওয়া যায়।যেমন টেলিটক ১৭ টাকায় ২ জিবি। এছাড়া আরো অনেক অফার রয়েছে।
আপনি যদি আপনার টেলিটক সিমের নাম্বার জানতে চান তবে আপনাকে টেলিটক সিমের নাম্বার দেখার কোড জানতে হবে।টেলিটক সিমের নাম্বার চেক করার কোড হলো *551# । এই কোডটি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করলে আপনার টেলিটক সিমের নাম্বার পেয়ে যাবেন।আশা করি আপনি এখন জেনে গেছেন কিভাবে টেলিটক সিমের নাম্বার চেক করতে হয়।
Skitto সিমের নাম্বার দেখার কোড

Skitto সিম সম্পর্ককে অবগত আছেন?নাকি নামটি নতুন মনে হচ্ছে? Skitto হলো গ্রামীণফোন এর আলাদা আরেকটি সিম।যেটি শুধুমাত্র ইন্টারনেট অফার এর জন্য পরিচিত।অর্থাৎ,Skitto সিমে আপনি সবথেকে সেরা ইন্টারনেট অফার পাবেন।এছাড়াও এই সিমের ইন্টারনেট স্পীড দুর্দান্ত।আপনি যদি একজন Skitto সিম ব্যবহারকারী হোন,তবে আপনাকে মাঝে মাঝে নাম্বারে টাকা রিচার্জ করতে হয়।নাম্বার জানা না থাকলে তো নাম্বারে টাকা রিচার্জ করা সম্ভব না।
তাই আপনি যদি Skitto সিমের নাম্বার দেখার কোড না জানেন,তবে আপনাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে।Skitto সিমের নাম্বার দেখার কোড হলো *2# । এই কোডটি ডায়াল করে আপনার skitto সিমের নাম্বার চেক করতে পারবেন।
আমাদের শেষ কথা
এই পোস্টে আমি বাংলাদেশের সকল সিমের নাম্বার দেখার কোড নিয়ে আলোচনা করেছি।আশা করছি পোস্টটি আপনার অনেক উপকারে আসবে।সিম অফার এবং অন্যান্য বিষয় সম্পর্কে আরও পোস্ট পেতে আমাদের TechyBN ব্লগটি ফলো করুন এবং আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করে রাখুন।আজকের মত এতটুকুই।