রবি ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফারটি কিনতে চাইলে আপনাকে এই পোস্টের নিচে দেয়া ধাপগুলো অনুসরণ করতে হবে। তাহলে আপনি সহজেই আপনার রবি সিমে ১ মাস মেয়াদে ১০০ টাকায় ১০ জিবি অফারটি ক্রয় করতে পারবেন।
রবি বাংলাদেশে অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানি থেকে অনেক কম দামে ভালো ভালো অফার দিয়ে থাকে।আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকেন, তবে হয়তো প্রতিনিয়ত নতুন নতুন সব অসাধারণ ইন্টারনেট অফার দেখতে পারবেন। কারণ, রবি তাদের এই অফারগুলো সম্পর্কে তাদের গ্রাহকদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে থাকে। অনেকেই রবি সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু কম দামে ভালো ইন্টারনেট অফার সম্পর্কে না জানার কারণে , অনেক বেশি দামে অফার নিয়ে থাকে। কিন্তু, আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে রবি সিমের একটি ধামাকা অফার নিয়ে হাজির হয়েছি।
আপনি চাইলে আপনার রবি সিমে ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট পাকেজ কিনতে পারবেন। এজন্য আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনার সিমে ১০০ টাকা থাকলে হবে এবং বাকিটা পুরো পোস্ট পড়লে বুঝে যাবেন।

আপনি যদি রবি ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফার নিতে চান , তবে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। রিচার্জ করে আপনি এই অফারটি ক্রয় করতে পারবেন না। তাই পোস্টটি পুরো পড়ুন যদি আপনি আপনার রবি সিমে ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট নিতে চান।
রবি ১০০ টাকায় ১০ জিবি
রবি ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফারটি এখন সব রবি গ্রাহকই কিনতে পারবেন। কিছুদিন আগেও রবিতে এই ইন্টারনেট অফারটি ছিল না। কিন্তু সম্প্রতি রবি তাদের গ্রাহকদের জন্য এই ধামাকা অফারটি চালু করেছে। আপনার যদি ১ মাসের জন্য একটি ইন্টারনেট পাকেজ লাগে, তবে মাত্র ১০০ টাকা দিয়ে রবিতে একটি ইন্টারনেট পাকেজ কিনতে পারবেন। সেটি হচ্ছে , ১০০ টাকায় ১০ জিবি অফার। ১০০ টাকায় ১০ জিবি গ্রামীণফোন সিমে অফার ছিল প্রথমের দিকে। কিন্তু এখন অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানির মতো রবি ১০০ টাকায় ১০ জিবি অফার চালু করে দিয়েছে।
রবি ১০০ টাকায় ১০ জিবি অফারটি কিভাবে কিনবো?
রবি সিমে মাত্র ১০০ টাকার বিনিময়ে একটি মাসিক ইন্টারনেট অফার কিনতে পারবেন। মাত্র ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট অফারটি কিনতে হলে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *212*3# অথবা *21291*947# কোডটি। তাহলে আপনি আপনার রবি সিমে ৩০ দিন মেয়াদে একটি ১০ জিবি পাকেজ পেয়ে যাবেন। রবি ১০০ টাকায় ১০ জিবি ইন্টারনেট প্যাকেজটি সম্পর্কে বিস্তারিত নিচে উল্লেখ করে দিলাম।
- রবি ১০০ টাকায় ১০ জিবি
- রবির বিশেষ গ্রাহকরা এই ধামাকা ইন্টারনেট অফারটি কিনতে পারবেন।
- অফারটির মেয়াদ 30 দিন।
- এই অফারটি চালু করতে হলে ডায়াল করুন *212*3# অথবা *21291*947# কোডটি।
- আপনার ইন্টারনেট ব্যালেন্স দেখতে *3# ডায়াল করুন।
- একজন গ্রাহক শুধুমাত্র একবার এই অফারটি কিনতে পারবেন।
- 3G, 4G প্যাকেজ সমর্থন করে।
- 24 ঘন্টা এই ইন্টারনেট প্যাকেজটি ব্যবহার করতে পারবেন।
- অফারটি সীমিত সময়ের জন্য।
- ভ্যাট, এসডি, শুল্ক অন্তর্ভুক্ত।
এছাড়াও আপনি যদি এমন কম দামে আরও ভালো ইন্টারনেট অফার কিংবা রবি মিনিট অফার কিনতে চান, তবে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়তে পারেন। আমি প্রতিনিয়ত এমন ধামাকা অফারগুলো নিয়ে পোস্ট করার চেষ্টা করি।
এমন আরও কিছু অফার ঃ
রবি ১৪৮ টাকায় ১৬ জিবি
আপনি চাইলে আপনার রবি সিমে ১৪৮ টাকায় ১৬ জিবি ইন্টারনেট কিনতে পারবেন। এই অফারটির মেয়াদ হলো ৩০ দিন। এই অফারটি কিনতে হলে আপনার একটি রবি সিম থাকতে হবে এবং সেই সিমের নাম্বার দিয়ে মাই রবি অ্যাপ এ লগিন করে এই অফারটি কিনতে পারবেন। এছাড়াও এমন আরও অনেক অফার পেয়ে যাবেন মাই রবি অ্যাপ এর ভিতর। মাই রবি অ্যাপ পেতে আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করে সার্চ করুন My Robi। তাহলে মাই রবি অ্যাপ ইন্সটল করতে পারবেন।
আমাদের শেষ কথা