১০ টাকায় ৪০ মিনিট অফারটি যদি আপনি আপনার রবি সিমে কিনতে চান তবে নিয়ে দেয়া 10 Takay 40 Minute Code টি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে।১০ টাকায় ৪০ মিনিট অফারটি রবি সিমের গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার।রবি গ্রাহক যারা রবি সিম ব্যবহার করে, তারা অনেক সময় মিনিট অফার খুঁজে থাকেন।কারণ, প্রায় প্রতিটি মোবাইল অপারেটর কোম্পানি তাদের কল রেট বাড়িয়ে দিয়েছে।এর ফলে যারা সবসময় কল দিয়ে কথা বলে,তারা অনেক বিপাকে পড়ে গেছেন। তাই সিমের টাকা দিয়ে কথা বলা সম্ভব না। এতে খরচ বেশি পড়ে। সেজন্যই সবাই রবি সিমে মিনিট প্যাক খুঁজে থাকেন।যাতে করে অল্প টাকা খরচ করে বেশিক্ষন কথা বলতে পারেন। তাই আজ আমি আপনাদের জন্য রবি সিমের মিনিট অফার গুলো নিয়ে হাজির হয়েছি। এই পোস্টে আপনি রবি সিমের সকল মিনিট অফার পেয়ে যাবেন। এর মাঝে ১০ টাকায় ৪০ মিনিট , ৬ টাকায় ১০ মিনিট অফার গুলো অন্যতম।
১০ টাকায় ৪০ মিনিট রবি | Robi 10 Taka 40 Minute

রবি সিমের মিনিট অফার গুলোর মাঝে ১০ টাকায় ৪০ মিনিট অফারটি অনেক জনপ্রিয়।অনেকেই এই অফারটি কিনে থাকেন সাশ্রয়ী হিসেবে।আপনি যদি একজন রবি গ্রাহক হয়ে থাকেন, এবং কম টাকায় মিনিট অফার কিনতে চান,তবে রবি ১০ টাকায় ৪০ মিনিট অফারটি কিনতে পারেন। এই অফারটি কিনতে হলে আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে।
ডায়াল করতে হবে *866*02# কোডটি।আপনার রবি এর এই মিনিট অফারটি কেনার জন্য অবশ্যই ১০ টাকা বা তার বেশি থাকতে হবে।তবেই আপনি এই অফারটি কিনতে পারবেন।নয়তো, ১০ টাকা এর কম ব্যালান্স থাকলে, আপনি রবি 40 মিনিট 10 টাকা অফারটি কিনতে পারবেন না। রবি 10 টাকা 40 মিনিট অফারটির মেয়াদ হলো ২৪ ঘণ্টা। অর্থাৎ, আপনাকে এই মিনিট অফারটি ৪০ মিনিটের মাঝেই খরচ করে ফেলতে হবে।নয়তো,অফারটি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে।
রবি ১০ টাকায় ৪০ মিনিট কোড হলো *866*02# । আপনি এই কোডটি ডায়াল করে অফারটি ক্রয় করতে পারবেন।অফারটি রিচার্জ করে ক্রয়যোগ্য নয়।তাই অবশ্যই অফারটি কোড ডায়াল করে কিনবেন।
৬ টাকায় ১০ মিনিট রবি কোড | রবি মিনিট অফার
৬ টাকায় ১০ মিনিট রবি কোড হলো *8666*055# । আপনি যদি রবি সিমে ৬ টাকায় ১০ মিনিট কিনতে চান, তবে উপরে দেয়া কোডটি ডায়াল করে কিনতে পারেন। এই রবি মিনিট অফারটির মেয়াদ হলো ২৪ ঘণ্টা। আপনি যদি ২৪ ঘণ্টার জন্য স্বল্প দামে ভালো মিনিট অফার কিনতে চান, তবে এই রবি 6 টাকায় 10 মিনিট অফারটি কিনতে পারেন।
আপনি যদি আপনার রবি সিমে ৬ টাকায় মিনিট কিনতে চান , তবে উপরে দেয়া কোডটি ডায়াল করে ১০ মিনিট অফার কিনতে পারেন। রবি সিমে ৬ টাকা দিয়ে কথা বললে বেশিক্ষণ কথা বলা যাবে না, কিন্তু আপনি যদি রবি সিমে ৬ টাকায় ১০ মিনিট অফার কিনেন, তবে ৬ টাকা দিয়ে ১০ মিনিট কথা বলতে পারবেন।
রবি ২ টাকায় ৮ মিনিট | রবি মিনিট অফার 2023
সিমের ব্যালান্স দিয়ে কল দিয়ে কথা বললে কল রেট একটু বেশি থাকে। তাছাড়া এখন প্রতিটি মোবাইল অপারেটর কোম্পানি তাদের সিমের কল রেট এবং অন্যান্য প্যাকেজ এর দাম বৃদ্ধি করেছে। তাই অনেকেই সিমের টাকা দিয়ে আর কথা বলতে চান না। সবাই এখন কম দামে ভালো মিনিট অফার খুঁজে থাকেন। আপনি চাইলে রবিতে ২ টাকায় ৮ মিনিট অফার কিনতে পারেন। মাত্র ২টাকা দিয়ে ৮ মিনিট যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন।
রবি ২ টাকায় ৮ মিনিট কোড হলো *866*002# । এই কোডটি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করলে আপনি ২টাকায় ৮মিনিট কিনতে পারবেন। রবিতে ২ টাকায় ৮ মিনিট অফারটি ক্রয় করার পর প্যাকটির মেয়াদ এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন।
কমদামে রবি মিনিট প্যাক
আপনি যদি কম টাকায় রবি মিনিট প্যাক কিনতে চান, তবে রবিতে অনেক মিনিট অফার আছে।এগুলো কিনতে পারেন। রবিতে কম টাকার ইন্টারনেট অফারগুলো জানতে আমাদের ওয়েবসাইটে রবি সিমের অফারগুলো দেখতে পারেন। নিচে আমি কিছু রবি মিনিট প্যাক উল্লেখ করে দিলাম।
রবি মিনিট প্যাকঃ
১/ রবি সিমে 8 টাকায় 10 মিনিট 12 ঘন্টার জন্য যদি আপনি কিনতে চান তবে আপনার রবি সিমে 8 টাকা থাকতে হবে। আপনার রবি সিমে ৮ টাকা থাকলে ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *0*1*1# কোডটি।তাহলে আপনি উপরে উল্লিখিত প্যাকেজটি কিনতে পারবেন।
২/ আপনি যদি 14 টাকায় 20 মিনিট 16 ঘণ্টার জন্য কিনতে চান তবে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *0*2*1# কোডটি।ডায়াল করলে আপনি ১৪ টাকায় ২০ মিনিট রবি সিমে কিনতে পারবেন।
৩/ আপনি যদি রবি সিমে 44 মিনিট 2 দিন মেয়াদে 27 টাকায় কিনতে চান তবে ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *0*3*1# এই কোডটি।ডায়াল করার পর যদি আপনার রবি সিমে 27 টাকা থাকে তাহলে আপনি 44 মিনিট ২ দিনের জন্য পেয়ে যাবেন।
৪/ আপনি যদি ৬৬ মিনিট ৪৩ টাকায় ৪ দিনের জন্য কিনতে চান তব আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *0*4*1# কোডটি।ডায়াল করলে আপনার রবি সিমে যদি 43 টাকা থাকে, তবে আপনি উপরে উল্লিখিত প্যাকেজটি পেয়ে যাবেন।
৫/ আপনি যদি রবি সিমে 100 মিনিট 7 দিনের জন্য 64 টাকায় কিনতে চান , তবে আপনার ফোনে ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *0*5*1# কোডটি।ডায়াল করলে উপরে উল্লেখিত প্যাকেজটি ৬৪ টাকায় বিনিময়ে আপনার রবি সিমে পেয়ে যাবেন।
আমাদের শেষ কথা
এই পোস্টে আমি আজ রবি সিমের মিনিট অফার নিয়ে আলোচনা করেছি।আপনি যদি অল্প টাকায় রবি মিনিট অফার কিনতে চান, তব এই পোস্টটি আপনার জন্য সহযোগী হবে বলে আশা করছি। এছাড়াও , রবি ৪০ মিনিট ১০ টাকায় কিনতে চাইলে উপরে দেয়া কোড ডায়াল করে কিনতে পারেন। এমন আরো অফার পেতে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।যেকোনো সমস্যায় মন্তব্য করুন।
ব্লগিং শিখতে চাইলে এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম ফাইল/থিম/প্লাগিন পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।