নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩ – Nagad Account Codes 2023

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম : নগদ হলো বাংলাদেশ সরকারের অধীনে থাকা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন করার মাধ্যম।বাংলাদেশে আরো কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে।এর মধ্যে জনপ্রিয় একটি হলো বিকাশ।বিকাশ এখন প্রায় সবাই ব্যবহার করে।বিকাশের মত নগদ একটি মোবাইল ব্যাংকিং সেবাদান প্রতিষ্ঠান।২০১৮ সালের নভেম্বর মাসে নগদ তাদের যাত্রা শুরু করে।নগদ যেহুতু বাংলাদেশ সরকারের ডিজিটাল লেনদেন এর একটি মাধ্যম,তাই এখানে খরচ অনেক কম। ক্যাশ আউট করার চার্জ অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে তুলনামূলক কম।

এছাড়াও নগদে সেন্ড মানি একদম ফ্রী।আপনি যদি একজন নতুন নগদ গ্রাহক হয়ে থাকেন,তবে আপনার নগদ একাউন্ট দেখার নিয়ম জানা থাকতে হবে।নয়তো নগদ ব্যবহার করে আপনি কোনো ধরনের লেনদেন করতে পারবেন না।এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো,কিভাবে আপনি নগদ একাউন্ট টাকা দেখবেন এবং নগদ ব্যবহার করে বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি পরিশোধ করবেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম

এছাড়াও আপনি যদি পুরনো নগদ একাউন্ট ব্যবহারকারী হন এবং নগদ একাউন্ট দেখার কোড ভুলে যান,তবে পোস্টটি পুরো পড়ুন নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম জানতে।

নগদ কি?

নগদ কি এ সম্পর্কে ইতোমধ্যে আমি অল্প ধারণা দেয়ার চেষ্টা করেছি।নগদ হলো বাংলাদেশ সরকারের অধীনে থাকা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন এর একটি মাধ্যম।আমাদের দেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মত নগদ আরেকটি মোবাইল ব্যাংকিং সেবা।কিন্তু নগদ সরকারি প্রতিষ্ঠান।নগদ ২০১৮ সালের নভেম্বর মাসে তাদের যাত্রা শুরু করে এবং এখন অব্দি সফলভাবে চলমান রয়েছে।নগদ একাউন্ট থাকলে আমরা সেটি দিয়ে সহজেই মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ ইন , ক্যাশ আউট, পে বিল ইত্যাদি করতে পারি।এখন বিদ্যুৎ বিল সহজেই নগদ অ্যাপ বা কোড ডায়াল করে দেয়া যায়।

আরো পড়ুন :

এছাড়াও অনেক সময় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত টাকা পাঠাতে হয়।সেক্ষেত্রে নগদ ব্যবহার করে অনেক কম খরচে টাকা পাঠানো যায় এবং ক্যাশ আউট চার্জ একদম কম।এছাড়াও নগদে মাঝে মাঝে অনেক ক্যাশব্যাক অফার দিয়ে থাকে।মোবাইল রিচার্জ বা সেন্ড মানি ইত্যাদি সব লেনদেন করলে নির্দিষ্ট পরিমাণ টাকা ক্যাশব্যাক দিয়ে থাকে।

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার ২টি নিয়ম রয়েছে।আপনি যেকোনো একটি নিয়মে নগদ একাউন্ট এর টাকা দেখতে পারবেন এবং নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন করতে পারবেন।অর্থাৎ এই ২টি পদ্ধতিতে আপনি নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন।পদ্ধতি ২টি আমি নিচে উল্লেখ করে দিচ্ছি।

  1. কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
  2. নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম

উপরে দেয়া ২টি নিয়মের ২টি দিয়েই আপনি আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন এবং নগদ একাউন্টে কত টাকা আছে টা দেখতে পারবেন।নগদ একাউন্টে কত টাকা আছে দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম

আপনি যদি কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখতে চান তবে দেখতে পারবেন।এজন্য আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডে যেতে হবে।এটি আপনি বাটন মোবাইল কিংবা স্মার্টফোন উভয় থেকেই দেখতে পারবেন।কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম হলো :

  • ডায়াল প্যাডে গিয়ে *167# ডায়াল করুন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম
  • এখন 7 লিখে আবারও ডায়াল করুন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম
  • আবার 1 লিখে আবারও ডায়াল করুন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম
  • এখন একটি অপশন আসবে।এখানে আপনার নগদ একাউন্ট এর পিন নাম্বার দিতে হবে।পিন নাম্বার দিয়ে আবারও ডায়াল করুন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম
  • দেখুন আমার নগদ একাউন্ট এর টাকা দেখা যাচ্ছে।এভাবেই করে আপনিও ডায়াল করলে সহজেই নগদ একাউন্ট দেখতে পারবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম

আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তবে সহজেই নগদ একাউন্টে থাকা টাকা দেখতে পারবেন।এজন্য আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়,তবে প্লে স্টোরে Nagad লিখে সার্চ দিবেন।তাহলে Nagad এর অ্যান্ড্রয়েড অ্যাপ পেয়ে যাবেন।ইনস্টল করে নিন।(আপনার যদি আইওএস ডিভাইস হয়,তবে অ্যাপ স্টোরে Nagad অ্যাপ পেয়ে যাবেন।)

নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ
নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ

ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।ওপেন করার পর নিচের ইমেজের মত ইন্টারফেস দেখতে পারবেন।

নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ
নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ

এখন আপনার নগদ একাউন্ট এর নাম্বার দিন।(যে নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছিলেন সেই নাম্বার।)

নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ
নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ

এখন আপনার নগদ একাউন্ট এর পিন নাম্বার দিন।তারপর এন্টার করুন।

নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ
নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ

এবারে আপনার সিমে একটি কোড আসবে নগদ থেকে।আপনার ফোনের ভিতর সিম থাকলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে।তারপর নগদ অ্যাপ এর ভিতর ঢুকে যাবেন।

নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ
নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ

এখন নিচে দেখানো ইমেজ এর মত করে দেখানো যায়গায় ক্লিক করলে আপনি আপনার নগদ একাউন্ট এর টাকা দেখতে পারবেন।

নগদ অ্যান্ড্রয়েড অ্যাপ
নগদ একাউন্ট ব্যালান্স
নগদ একাউন্টের টাকা
নগদ একাউন্টের টাকা

নগদ একাউন্ট দেখার কোড

নগদ একাউন্ট দেখার কোড হচ্ছে *167# । এই কোডটি আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করার পর একটি পপআপ আসবে,সেখানে 7 লিখে আবারও ডায়াল করার পর আরেকটি পপআপ আসবে সেখানে 1 লিখে আবারও ডায়াল করার পর আপনার নগদ একাউন্ট এর পিন নাম্বার চাইবে,পিন নাম্বার দিয়ে ডায়াল করার পর আপনার নগদ একাউন্ট এর টাকা দেখতে পারবেন।

আরো পড়ুন :

নগদ একাউন্ট কোড ভুলে গেলে করণীয়

এই পোস্টে আমি ইতোমধ্যে নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম বলে দিয়েছি।এখানে আমি একটি কোড দিয়েছি,যেটি ডায়াল করার পর আপনি আপনার নগদ একাউন্ট এর টাকা দেখতে পারবেন এবং অন্যান্য লেনদেন করতে পারবেন।কিন্তু যদি নগদ একাউন্ট এর কোড ভুলে যান,তখন কি করবেন?সাধারণ একটি সমাধান।প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইন্সটল করে নিবেন।তাহলে আপনি আপনার ফোন থেকে নগদ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন লেনদেন করতে পারবেন এবং নগদ একাউন্ট টাকা দেখতে পারবেন।এক্ষেত্রে আপনাকে অবশ্যই নগদ একাউন্ট এর পিন নাম্বার মনে রাখতে হবে যেটি একাউন্ট খুলার সময় সেট করেছিলেন।এই পিন নাম্বারটি হলো একাউন্ট এর চাবি।এছাড়াও একাউন্ট যে সিমে আছে সেই সিমটি সাথে থাকা লাগবে।

নগদ একাউন্ট পিন ভুল গেলে করণীয়

যদি কোনো কারণে নগদ একাউন্ট পিন ভুলে যান তবে কি করবেন?এই প্রশ্নটির উত্তর কি আপনার জানা আছে? নাকি আপনি জানতে চাচ্ছেন কিভাবে নগদ একাউন্ট এর পিন রিসেট করা যায়?নগদ একাউন্ট এর পিন ভুলে গেলে ফোনের ডায়াল প্যাডে গিয়ে *167# ডায়াল করবেন।তারপর 8 দিয়ে আবারও ডায়াল করবেন।নিচে দেখানো স্টেপগুলো ফলো করুন।

  • নগদ একাউন্ট পিন ভুলে গেলে *167# ডায়াল করবেন।
নগদ একাউন্ট পিন সেট করার নিয়ম
নগদ একাউন্ট পিন সেট করার নিয়ম
  • তারপর 8 দিয়ে আবারও ডায়াল করবেন।
নগদ একাউন্ট পিন সেট করার নিয়ম
নগদ একাউন্ট পিন সেট করার নিয়ম

এখানে আপনি ২টি অপশন পাবেন।যদি আপনি পিন ভুলে যান তবে 1 দিয়ে আবারও ডায়াল করবেন।তারপর আপনার নগদ একাউন্ট যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র দিয়ে খুলেছিলেন সেটির নাম্বার দিতে হবে এবং সর্বশেষ লেনদেন করেছিলেন কত টাকা সেটি বলতে হবে।তবেই আপনাকে নগদ একাউন্ট পিন সেট করার অপশন দিবে।

নগদ একাউন্ট পিন ভুলে গেলে
নগদ একাউন্ট পিন ভুলে গেলে

এছাড়া আপনি যদি পিন চেঞ্জ করতে চান,তবে *167# ডায়াল করার পর 8 দিয়ে রিপ্লাই দেয়ার পর 2 দিয়ে আবারও ডায়াল করবেন।এবং আপনার বর্তমান পিন দেয়ার পর নতুন পিন সেট করার অপশন পেয়ে যাবেন।

নগদ একাউন্ট পিন পরিবর্তন
নগদ একাউন্ট পিন পরিবর্তন

এছাড়াও এই ব্যাপারগুলো যদি আপনার কাছে জটিল লাগে,তাহলে নগদ কাস্টমার কেয়ার এ কল দিতে পারেন 16167 নাম্বারে।তারপর তাদের কাছে অভিযোগ করবেন যে আপনি আপনার নগদ একাউন্ট এর পিন পরিবর্তন করতে চান।তাহলে তারা আপনার মোবাইল ভেরিফিকেশন করবে।অর্থাৎ,যে সিম দিয়ে নগদ একাউন্ট খুলেছেন,সেটিতে এসএমএস পাঠাবে,সেটি দিতে হবে।তারপর নগদ একাউন্ট যে ব্যক্তির আইডি কার্ড দিয়ে খুলেছিলেন,তার আইডি কার্ডের নাম্বার দিতে হবে।এবং সর্বশেষ লেনদেন এর পরিমাণ বলতে হবে।তারপর সবকিছু সঠিক থাকলে তারা আপনাকে নগদ একাউন্ট নতুন পিন সেট করার অপশন দিবে।আপনি *167# ডায়াল করে নতুন পিন সেট করে নিতে পারবেন।

নগদ একাউন্ট এর সকল সুবিধাসমূহ

নগদ একাউন্ট বাংলাদেশ সরকারের অধীনে পরিচালিত ডাক বিভাগের একমাত্র ডিজিটাল লেনদেন সুবিধা।অনেকেই নগদ ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণে টাকা লেনদেন করছে।বিদ্যুৎ বিল দেয়া কিংবা গ্যাসের বিল দেয়া থেকে শুরু করে আপনি আপনার যেকোনো কেনাকাটার পেমেন্ট করতে পারবেন নগদ ব্যবহার করে।এছাড়াও নগদ এর আরো অনেক সুবিধা রয়েছে।এতে রয়েছে সবথেকে কম ক্যাশআউট চার্জ।নিচে নগদ এর সকল সুবিধা তুলে ধরলাম।

১) ফ্রিতে নগদ একাউন্ট তৈরি করার সুবিধা
২) বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট তৈরি করার সুবিধা
৩) নগদ রেজিস্ট্রেশন অফার
৪) নগদে সেন্ড মানি ফ্রী
৪) নগদে ক্যাশ আউট চার্জ সবথেকে কম
৫) নগদে ক্যাশ ইন সুবিধা ফ্রী
৬) নগদে মোবাইল রিচার্জ সুবিধা
৭) মোবাইল রিচার্জ অফার
৮) যেকোনো পেমেন্ট করার সুবিধা
৯) নগদে আছে অনেক মাসিক অফার
১০) নগদে যেকোনো ধরনের বিল পে করার সুযোগ
১১) ব্যাংক এবং কার্ড থেকে নগদে টাকা আনার সুযোগ
১২) নগদে কিস্তি দেওয়ার সুযোগ
১৩) নগদে টাকা জমা রেখে মুনাফা লাভের সুযোগ
১৪) নগদ ইসলামিক মোবাইল ব্যাংকিং সুযোগ

নগদ অ্যাপ ব্যবহারের সুবিধা

নগদ অ্যাপের ভিতর নগদ এর সকল সুবিধা পেয়ে যাবেন হাতের নাগালে।কোড ডায়াল করে যেসব সুবিধা পাবেন সব কিছু রয়েছে নগদ মোবাইল অ্যাপ এ।মোবাইল রিচার্জ করা থেকে শুরু করে সেন্ড নানি, ক্যাশ আউট, পে বিল, অ্যাড মানি, পেমেন্ট সবকিছুই করতে পারবেন নগদ মোবাইল অ্যাপ দিয়ে।তাই নগদ মোবাইল অ্যাপ ইন্সটল করে নিন গুগল প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে।

এছাড়া গ্যাস বিল, কারেন্ট বিল দিতে পারবেন নগদ একাউন্ট ব্যবহার করে।প্রতিনিয়ত নগদ অ্যাপ এবং নগদ এর সুবিধা অনেক উন্নত হচ্ছে।একজন নগদ গ্রাহক হিসেবে এসব সুবিধা ভোগ করতে অবশ্যই নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন।

নগদ এর হেল্পলাইন

নগদ একাউন্ট ব্যবহার করার সময় বা লেনদেন করার সময় আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই।তখন প্রয়োজন হয় নগদ এর সাপোর্ট বা হেল্পলাইনে কথা বলার।নগদ এর রয়েছে দিনরাত ২৪/৭ ঘণ্টা হেল্পলাইন সুবিধা।নগদ এর হেল্পলাইন নাম্বার হলো 16167 অথবা 09609-616167 । এই ২টি নাম্বারের যেকোনো একটিতে কল দিয়ে আপনার নগদ একাউন্ট এর সমস্যাজনিত অভিযোগ করতে পারেন।এছাড়াও নগদ সম্পর্কে যেকোনো প্রশ্ন করতে পারেন।

আরো পড়ুন :

অনেক সময় আমাদের টাকা ভুল নাম্বারে চলে যায়।এক্ষেত্রে আপনি নগদ এর হেল্পলাইনে দ্রুত কল দিয়ে অভিযোগ জানালে তারা আপনার টাকা রিটার্ন করার সুযোগ দিয়ে থাকে।তাই নগদ হেল্পলাইন নাম্বার জানা থাকা জরুরি।যেনো সহজেই বিপদের সময় কাজে লাগানো যায়।

নগদ একাউন্ট খুলার উপায়

নগদ একাউন্ট নিয়ে এতক্ষণ যাবত এত বকবক করলাম।আপনার কি নগদ একাউন্ট আছে?না থাকলে যদি নগদ একাউন্ট খুলতে চান তবে অনেক দ্রুত নগদ একাউন্ট খুলতে পারবেন।অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা এর মত স্মার্টফোন লাগবে না , বাটন ফোন দিয়েই একাউন্ট খুলতে পারবেন।যেকোনো ফোন দিয়েই নগদ একাউন্ট খুলতে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে *167# ডায়াল করুন।তাহলে আপনার সিম যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিষ্টার করা,সেই জাতীয় পরিচয় পত্র দিয়েই নগদ একাউন্ট খুলা হয়ে যাবে।এক্ষেত্রে ডায়াল করার পর আপনার নগদ একাউন্ট এর নতুন পিন সেট করলেই একাউন্ট খুলা হয়ে যাবে।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আমি নগদ একাউন্ট দেখার নিয়ম অর্থাৎ নগদ একাউন্ট টাকা দেখার কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি।এছাড়াও নগদ একাউন্ট কিভাবে সহজেই খুলতে হয় এবং নগদ এর হেল্পলাইন নাম্বার দিয়েছি।আশা করি পোস্টটি আপনার কাছে সহায়ক হবে।এমন আরো পোস্ট পেতে মন্তব্য করুন।আজকের মত এতটুকুই।

About Farhan

I'm Farhan. A writer who blogs about technology trends. Join me on a journey of discovery and innovation, from understanding difficult concepts to discovering hidden treasures.

View all posts by Farhan →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *