গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ : যদি প্রশ্ন করা হয় দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি কোনটি,তবে সবাই বলবে গ্রামীণফোন।অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানির থেকে গ্রামীণফোনের রয়েছে সর্বাধিক সংখ্যক ব্যবহারকারী।প্রতিদিন হাজার হাজার নতুন ব্যবহারকারী যোগ হতো গ্রামীণফোনে।কিন্তু কিছু নিষেধাজ্ঞা থাকার কারণে আপাতত গ্রামীণফোন এর সিম বিক্রয় করা বন্ধ রয়েছে।
গ্রাহকদের জন্য সব মোবাইল অপারেটর কোম্পানি বিভিন্ন অফার দিয়ে থাকে।তেমনি গ্রামীণফোন বিভিন্ন ইন্টারনেট অফার দিয়ে থাকে।নতুন গ্রাহকদের আকৃষ্ট করা এবং পুরনো গ্রাহকদের ধরে রাখাই তাদের মূল উদ্দেশ্য।এই অফারগুলো তারা মূলত ব্যবহারকারীদের মোবাইল ফোন এসএমএস করে দিয়ে থাকে।কিন্তু অনেকেই এখন এসএমএস চেক করে না।এর অবশ্য কারণ রয়েছে,সবগুলো অপারেটর থেকে যেভাবে এসএমএস দেয়,তাতে ভালো অফার গুলো নিচে পরে যায়।কেউ আর অফার খুঁজার জন্য এসএমএস চেক করে না।
তাই,যারা ভালো জিপি ইন্টারনেট অফার খুঁজছেন,তাদের জন্য এই পোস্ট।আমি এই পোস্টে গ্রামীণফোন এর সকল অফার তুলে ধরবো এবং কিভাবে অফারগুলো পাবেন সেটিও আলোচনা করবো।
গ্রামীণফোন এমবি অফার চেক করার উপায়
আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহার করেন,এবং ইন্টারনেট ব্যবহার করে থাকেন গ্রামীণফোন সিম দিয়ে।তবে হয়তো আপনার অনেক সময় এমবি কিনতে হয়।এখন প্রায় সব মোবাইল অপারেটর কোম্পানির এমবি প্যাক এর দাম অনেক বেশি।তাই আমরা সবাই এমবি অফার খুঁজে থাকি।সবথেকে কম দামে ভালো এমবি অফার প্যাক পাওয়ার জন্য আমরা মূলত অফার প্যাক খুঁজে থাকি।গ্রামীণফোন এমবি অফার চেক করার জন্য আমরা USSD কোড ডায়াল করে চেক করতে পারি।
কিংবা আমাদের যদি অ্যান্ড্রয়েড ফোন হয়,তবে প্লে স্টোরে My GP অ্যাপ পাওয়া যায়, সেটি দিয়ে জিপি এমবি অফার চেক করতে পারি। My GP অ্যাপ দিয়ে জিপি ইন্টারনেট অফার চেক করার জন্য আমাদের প্রথমেই মাই জিপি অ্যাপ ইন্সটল করতে হবে প্লে স্টোর থেকে।তারপর আমাদের জিপি নাম্বার দিয়ে মাই জিপি অ্যাপে লগইন করতে হবে।তারপর মাই জিপি অ্যাপ এর ড্যাশবোর্ড এ আপনার সিমে কি পরিমাণ ব্যালান্স আছে এবং এমবি ও মিনিট উভয় দেখতে পারবেন।
আমাদের সিমের জিপি ইন্টারনেট অফার দেখার জন্য My Offer নামে একটি অপশন পাবেন।সেখানে গেলে আপনার জন্য যেসব অফার রয়েছে,সকল অফার দেখতে পারবেন।এছাড়াও শুধু ইন্টারনেট অফার দেখতে চাইলে Internet অপশনে গেলে জিপি ইন্টারনেট অফার গুলো দেখতে পারবেন।এছাড়াও মাই জিপি অ্যাপ থেকে আপনি ব্যান্ডেল অফার এবং মিনিট অফার দেখতে ও কিনতে পারবেন।
উপরে যে জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম দেখালাম,সেগুলো অনুসরণ করলে আপনি সহজেই জিপি ইন্টারনেট অফার চেক করতে পারবেন।
গ্রামীন এমবি অফার দেখার কোড
গ্রামীন সিমে এমবি অফার দেখার জন্য আমাদের ফোনের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করতে হবে *121*5# তারপর ডায়াল করতে হবে।তাহলে আমরা আমাদের সিমের জন্য সকল এমবি অফার দেখতে পারবো।এছাড়াও My GP অ্যাপ থেকে আমরা আমাদের সিমের সকল অফার দেখতে পারবো।গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড টি নোট করে রাখুন,যেনো পরবর্তীতে যেকোনো সময় ইন্টারনেট প্যাকেজ চেক করতে পারেন।
গ্রামীন সাপ্তাহিক ইন্টারনেট প্যাকেজ
গ্রামীন সিমে সবথেকে কম মেয়াদের সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ পাওয়া যায়।আপনি চাইলে মাত্র ৩ দিনের জন্য জিপি ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন।এছাড়াও জিপিতে ৭দিনের ইন্টারনেট অফার পেয়ে যাবেন অনেক কম দামে।নিচে আমি গ্রামীন ৩দিনের এবং ৭দিনের ইন্টারনেট প্যাকেজ সমূহ তুলে ধরলাম।
- গ্রামীনফোন ৫এমবি দাম ২.৬২টাকা। মেয়াদ :- ৩দিন।কোড :-*121*3002#
- গ্রামীনফোন ৫১২এমবি দাম ৩২টাকা। মেয়াদ :- ৩দিন। কোড :- *121*3256#
- গ্রামীণফোন ৭৫০এমবি দাম ৩৮টাকা। মেয়াদ :- ৩দিন। কোড :-*121*3366#
- গ্রামীণফোন ১জিবি দাম ৪৩টাকা। মেয়াদ :- ৩দিন। কোড :- *121*3101#
- ২.৫ জিবি (২ জিবি + ৫১২ এমবি বোনাস) দাম ৬৯টাকা। মেয়াদ :- ৩ দিন। কোড :- *121*3282#
- ৩জিবি (২ জিবি + ১ জিবি বোনাস) দাম ১১৪টাকা। মেয়াদ :- ৭দিন। কোড :- *121*3344#
- ৩.৫জিবি (+ ৫১২ এমবি বোনাস MyGP অ্যাপে) দাম ৭৬টাকা। মেয়াদ :- ৩দিন। কোড :- *121*3060#
- ৫জিবি (৪ জিবি + ১ জিবি বোনাস) দাম ৮৪টাকা। মেয়াদ :- ৩দিন। কোড :- *121*3100#
- ৬জিবি (৪ জিবি + ২ জিবি বোনাস) দাম ১২৯টাকা। মেয়াদ :- ৭দিন। কোড :- *121*3329#
- ১০ জিবি (৮ জিবি + ২ জিবি বোনাস) দাম ৯৮টাকা। মেয়াদ :- ৩ দিন। কোড :- *121*3346#
- ১৫জিবি (+ ২ জিবি বোনাস MyGP অ্যাপ এ) দাম ১৭৯টাকা। মেয়াদ :- ৭দিন। কোড :- *121*3359#
- ২০জিবি (১৮ জিবি + ২ জিবি বোনাস) দাম ১৯৭টাকা। মেয়াদ :- ৭দিন। কোড :- *121*3286#
গ্রামীন মাসিক ইন্টারনেট প্যাকেজ
আপনি যদি মাসিক ইন্টারনেট প্যাকেজ খুঁজে থাকেন,তবে গ্রামীন মাসিক ইন্টারনেট প্যাকেজ ২০২৩ রয়েছে আপনার জন্য।আপনি নতুন বছরে জিপি ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন অনেক কম দামে।অনেকেই মাসিক ইন্টারনেট প্যাকেজ কিনে থাকেন,বেশি মেয়াদ এর জন্য।যাদের বেশি ইন্টারনেট এর সাথে মেয়াদ বেশি লাগে।তাই আমি নিচে জিপি মাসিক ইন্টারনেট প্যাকেজ ২০২৩ তুলে ধরছি।আপনি এগুলো থেকে কিনতে পারেন।
- ৮জিবি (+ ২ জিবি বোনাস MyGP অ্যাপ এ) দাম ৩৪৮টাকা। মেয়াদ :- ৩০দিন। কোড :- *121*3379#
- ১৫জিবি দাম ৩৯৮টাকা। মেয়াদ :- ৩০দিন। কোড :- *121*3334#
- ২০জিবি (১৮ জিবি + ২ জিবি বোনাস) দাম ৪৪৮টাকা। মেয়াদ :- ৩০দিন। কোড :- *121*3442#
- ৩০জিবি (২০ জিবি + ১০ জিবি বোনাস) দাম ৪৯৯টাকা। মেয়াদ :- ৩০দিন। কোড :- *121*3435#
- ৪৫জিবি দাম ৫৯৯টাকা। মেয়াদ :- ৩০দিন। কোড :- *121*3439#
- ৬০জিবি (+ ১০ জিবি বোনাস MyGP অ্যাপ এ) দাম ৬৯৮টাকা। মেয়াদ :- ৩০দিন। কোড :- *121*3248#
- ৮০জিবি (+ ৮০ জিবি বোনাস MyGP অ্যাপ এ) দাম ৯৯৯টাকা। মেয়াদ :- ৩০দিন। কোড :- *121*3249#
জিপি ইন্টারনেট অফার ২০২৩
আজকে আমি ইতোমধ্যে ৩দিন এবং ৭দিন মেয়াদের জিপি ইন্টারনেট অফার কীভাবে কিনবেন সেসব নিয়ে আলোচনা করেছি।একেকজনের সিমের অফার একেক রকম হয়ে থাকে।আমি উপরে যেভাবে বলেছি,সেভাবে করলে আপনি আপনার সিমের জন্য বিশেষ অফার গুলো দেখতে পারবেন।এছাড়াও জিপি বন্ধ সিমের অফার রয়েছে অনেক।আপনি সেগুলো ট্রাই করে দেখতে পারেন।তবু আমি নিচে কয়েকটি জনপ্রিয় জিপি ইন্টারনেট অফার তুলে ধরছি ,যেগুলো অনেকদিন যাবত জিপিতে আছে।
আরো পড়ুন :
- ব্লগিং কি?ব্লগিং করে মাসে হাজার টাকা ইনকাম।
- এসইও কি?কিভাবে এসইও করতে হয়।
- অনলাইনে টাকা ইনকাম করার ১১টি উপায়।
ফ্রি ১ জিবি
জিপিতে ফ্রি ১ জিবি ইন্টারনেট প্যাকেজ পেতে পারেন আপনিও।এজন্য আপনাকে প্লে স্টোর থেকে My GP অ্যাপ নামিয়ে লগইন করতে হবে।প্রথমবার মাই জিপি অ্যাপে লগইন করলে ১ জিবি ফ্রি ইন্টারনেট প্যাকেজ পাওয়া যায়।
১৬ টাকায় ১ জিবি
১৬ টাকায় ১ জিবি অফারটি অনেক জনপ্রিয়।প্রায় সবার জন্য এই অফারটি প্রযোজ্য।আপনি এই অফারটি ussd কোড ডায়াল করে কিনতে পারবেন না।এই অফারটি পেতে হলে মাই জিপি অ্যাপ এ ঢুকতে হবে।সেখানে আপনি এই অফারটি পেয়ে যাবেন।১৬ টাকায় ১ জিবি অফারটির মেয়াদ ৩দিন।
এছাড়াও আপনি মাই জিপি অ্যাপের ভিতর আরো অনেক ইন্টারনেট অফার পেয়ে যাবেন।যেমন : ১৫৯ টাকায় ১৫ জিবি, ৫০ টাকায় ৫ জিবি, ৭৯ টাকায় ৭ জিবি, ১২৯ টাকায় ৮ জিবি, ৩৮ টাকায় ১ জিবি, ৪৯৯ টাকায় ৪৫ জিবি।এই অফারগুলো শুধুমাত্র আপনি মাই জিপি অ্যাপ ব্যবহার করেই কিনতে পারবেন।এজন্য আপনার ফোনে মাই জিপি অ্যাপ থাকতে হবে।অথবা আপনি গ্রামীণফোন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিনতে পারেন।কিন্তু USSD কোড ডায়াল করে এই অফারগুলো কেনা যাবে না।
উক্ত জিপি ইন্টারনেট অফার গুলোর মেয়াদ ভিন্নরকম।এছাড়াও মাই জিপি অ্যাপ থেকে ইন্টারনেট অফারগুলো কিনলে কিছু পয়েন্টস পাবেন।যেগুলো দিয়ে পরবর্তীতে আরো অফার নিতে পারবেন ফ্রীতে।
গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ
গ্রামীণফোনে আপাতত ২টি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ রয়েছে।আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু মাঝেমাঝে বাইরে গেলে ইন্টারনেট লাগে,তাহলে এই অফারগুলো আপনার জন্য।জিপিতে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট অফার নেয়ার জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*3089# । তাহলে আপনি 449 টাকায় 365 দিনের জন্য 5 জিবি ইন্টারনেট প্যাকেজ পেয়ে যাবেন।
আরেকটি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকেজ হলো 15 জিবি 365 দিন 1099 টাকা।এই অফারটি আপনি *121*3088# ডায়াল করে নিতে পারবেন।এছাড়াও এই আনলিমিটেড মেয়াদের অফারগুলো আপনি My GP অ্যাপ থেকে কিনতে পারবেন।
জিপি সোশাল ইন্টারনেট প্যাকেজ
অনেকে আছে যারা শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।এজন্য তাদের ইন্টারনেট প্যাকেজ কিনতে হয়।কিন্তু ইন্টারনেট প্যাকেজ এর দাম অনেক হওয়ার কারণে সবারই ইন্টারনেট প্যাকেজ কিনতে একটু দ্বিধা কাজ করে।তাই যারা শুধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের জন্য জিপিতে দিয়েছে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট প্যাকেজ।এই সোশ্যাল ইন্টারনেট প্যাকেজগুলো দিয়ে ফেসবুক,ইনস্টাগ্রাম,টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে।নিচে আমি কিছু সোশ্যাল ইন্টারনেট প্যাকেজ তুলে ধরলাম।
- ১.৬৪টাকা ফেসবুক প্যাক মেয়াদ ৩দিন। ডায়াল — *121*3022#
- ৬.৫৬টাকা ফেসবুক প্যাক মেয়াদ ৭দিন। ডায়াল — *121*3023#
- ২.৬১টাকা ২৬এমবি হোয়াটসঅ্যাপ প্যাক মেয়াদ ৩দিন।ডায়াল — *121*3063#
- ২০টাকা ফেসবুক প্যাক মেয়াদ ৩০দিন। ডায়াল — *121*3024#
- ২.৬১টাকা ২৬এমবি ভাইবার প্যাক মেয়াদ ৩দিন।ডায়াল — *121*3070#
গ্রামীণফোন রিচার্জভিত্তিক ইন্টারনেট প্যাক ২০২৩
USSD কোড ডায়াল করে এবং My GP অ্যাপ দিয়ে কিভাবে এমবি কিনতে হয় এবং কত টাকায় কত এমবি সেসব আলোচনা করেছি এতক্ষণ যাবত।এখন আলোচনা করবো কত টাকা রিচার্জ করলে মত এমবি বা কত জিবি পাওয়া যাবে সেই বিষয়ে। রিচার্জ ভিত্তিক ইন্টারনেট প্যাকেজগুলো আমাদের সিমে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলেই পেয়ে যাবো।নিচে এগুলো তুলে ধরলাম।
৩দিন মেয়াদের জিপি ইন্টারনেট প্যাক
- জিপি ৩০এমবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ১২টাকা।
- জিপি ৬০এমবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ২২টাকা।
- জিপি ২৫০এমবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ৩১টাকা।
৭দিন মেয়াদের জিপি ইন্টারনেট প্যাক
- জিপি ৭৫এমবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ৩৭টাকা।
- জিপি ১জিবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ৯৪টাকা।
- জিপি ১.৫জিবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ১০৪ টাকা।
- জিপি ২জিবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ১২৯টাকা।
- জিপি ৪জিবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ১৭৯টাকা।
২৮দিন মেয়াদের জিপি ইন্টারনেট প্যাক
- জিপি ১০০এমবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ৫৬টাকা।
- জিপি ২৫০এমবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ১১৯টাকা।
- জিপি ৫০০এমবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ১৪৯টাকা।
- জিপি ১.৫বি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ২২৯টাকা।
- জিপি ২জিবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ৩৩৭টাকা।
- জিপি ৩জিবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ৪২৭টাকা।
- জিপি ৫জিবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ৬০৯টাকা।
- জিপি ১০বি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ১১৫৭টাকা।
- জিপি ১২জিবি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ১৫২২টাকা।
- জিপি ২০বি ডাটা প্যাক পেতে রিচার্জ করুন ২৪৩৬টাকা।
গ্রামীণফোন ইমারজেন্সি ডাটা লোন
ফোন টাকা এবং এমবি দুটোই শেষ?এখন ব্রাউজ করবেন কিভাবে? মহা চিন্তায় পড়ে গেলেন।এমন অনেক ইমার্জেন্সী সময়ে ডাটা শেষ হয়ে যায়। ফোনে ব্যালান্স না থাকলে ডাটা প্যাক কেনা সম্ভব হয় না।তখন একমাত্র উপায় হলো ইমার্জেন্সী ডাটা লন নেয়া।আপনি জিপিতে ইমার্জেন্সী ডাটা লন নিতে পারবেন।এজন্য আপনার ফোনে ৫ টাকার কম ব্যালান্স থাকলে হবে।৫ টাকার বেশি ব্যালান্স থাকলে ইমার্জেন্সী ডাটা লোন নিতে পারবেন না।এখন দরকার Grameenphone MB Loan Code । যেটি দিয়ে প্রয়োজনের সময় ইমারজেন্সি ডাটা লোন নেয়া যাবে।Grameenphone MB Loan Code টি হলো *121*3141# । এই কোড ডায়াল করে জিপিতে ইমার্জেন্সী ডাটা লোন নিতে পারবেন।
গ্রামীনফোন এমবি চেক কোড ২০২৩
গ্রামীণফোন সিমে USSD কোড ডায়াল করে এমবি চেক করা যায়।এজন্য আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে কোডটি টাইপ করতে হবে। GP MB Check Code টি হলো *121*1*4# । এছাড়া আপনি মাই জিপি অ্যাপ দিয়েও এমবি চেক করতে পারবেন।
গ্রামীনফোন এমবি অফার
এতক্ষণ যাবত অনেকগুলো জিপি ইন্টারনেট প্যাকেজ নিয়ে আলোচনা করেছি।নিচে আরো কিছু ইন্টারনেট প্যাকেজ তুলে ধরলাম,যেগুলো কোড ডায়াল করে কিনতে পারবেন।
- গ্রামীণফোন ৩৫০ এমবি অফার = ৩১ টাকা। মেয়াদ :- ৩ দিন। কিনতে ডায়াল করুন : – *121*3083# ।
- গ্রামীণফোন ২ জিবি এমবি অফার = ৫৭ টাকা। মেয়াদ :- ৩ দিন। কিনতে ডায়াল করুন : – *121*3242# ।
- গ্রামীণফোন ৩ জিবি এমবি অফার = ৬৭ টাকা। মেয়াদ :- ৩ দিন। কিনতে ডায়াল করুন : – *121*3282# ।
- গ্রামীণফোন ১ জিবি এমবি অফার = ৮৯ টাকা। ৭দিন মেয়াদ কিনতে ডায়াল করুন : – *121*3056# ।
- গ্রামীণফোন ৩ জিবি এমবি অফার = ১০৮ টাকা। ৭দিন মেয়াদ কিনতে ডায়াল করুন : – *121*3344# ।
- গ্রামীণফোন ৮ জিবি এমবি অফার = ১৪৮ টাকা। ৭দিন মেয়াদ কিনতে ডায়াল করুন : – *121*3262# ।
আমাদের শেষ কথা
এই পোস্টে আমি সব ধরনের জিপি ইন্টারনেট অফার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি।জিপি ইন্টারনেট অফার ২০২৩ দেখা এবং কেনার নিয়ম দেখিয়েছি।এছাড়াও গ্রামীণফোন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।জিপি ইন্টারনেট প্যাকেজ দেখার কোড কত সেটি বলেছি।আশা করছি,পোস্টটি আপনার জন্য অনেক সহায়ক হবে।আরো অফার সম্পর্কে জানতে মন্তব্য করতে ভুলবেন না।