ই পাসপোর্ট চেক করার নিয়ম অনলাইনে। অনলাইনে ই পাসপোর্ট চেক করুন 2023

ই পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক করতে চাইলে আমাদের অনেক সময় ভোগান্তি পোহাতে হয় সঠিক নিয়ম না জানার কারনে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে ই পাসপোর্ট চালু করেছে। সে হিসেবে ই পাসপোর্ট আমাদের দেশে নতুন একটি বিসয়।আর নতুন চালু করা ই পাসপোর্ট সমন্ধে অনেকেই জানে না।তাই, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি ই পাসপোর্ট চেক করবেন অনলাইনে। ই পাসপোর্ট চেক করতে আমাদের অন্য কারো সাহায্য নিতে হবে না।একাই অনলাইনে ই পাসপোর্ট দেখতে পারবেন এখন থেকে।ই পাসপোর্ট নিয়ে যেহেতু কথা বলছি, অনেকেই যারা জানেন না যে ই পাসপোর্ট কি তারা আবার প্রশ্ন করতে পারেন যে ই পাসপোর্ট আবার কি জিনিস? ই পাসপোর্ট বা E-Passport মানে হচ্ছে ইলেক্ট্রনিক পাসপোর্ট বা Electronic Passport

আপনারা তো জানেন যে, এখন সবকিছুই অনলাইন ভিত্তিক হয়ে জাচ্ছে।এক্ষেত্রে ই পাসপোর্ট ও বাকি নেই।আমাদের দেশেও চালু হয়ে গেছে ই পাসপোর্ট।এই পাসপোর্ট পেতে আমাদের অনলাইনে আবেদন করতে হয় এবং ই ইমিগ্রেসন এ গিয়ে আমাদের লম্বা লাইনে আর দাড়াতে হবে না।তাহলে বুঝতেই পারছেন, ই পাসপোর্ট এর সুবিধা কি। তো যারা ই পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলেন এবং এখন আপনার ই পাসপোর্ট এর অবস্থা জানতে চাচ্ছেন অর্থাৎ পাসপোর্ট পেতে কতদিন লাগবে সেটা জানতে চাচ্ছেন তবে আপনাকে পাসপোর্ট চেক করতে হবে।এতে করে আপনার ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।

ই পাসপোর্ট চেক
ই পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক

আমরা অনলাইনে ই পাসপোর্ট চেক করতে পারবো এখন থেকে।এজন্য আর কোনো দালালের খপ্পরে পরে ভোগান্তি পোহাতে হবে না।সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাওয়ার ফলে ইমিগ্রেশনে আমাদের অপেক্ষা করতে হবে না। এই ই পাসপোর্ট এর সাহায্যে সহজেই ইমিগ্রেশন পার হওয়া জাবে।এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে ই পাসপোর্ট চেক করবো কিভাবে? অনেকেই এই একই প্রশ্ন করে থাকেন যে , আমি পাসপোর্টের তথ্য জমা দিয়েছি, এখন আমার পাসপোর্ট চেক করবো কিভাবে? তো আপনাদের উদ্দেশ্যেই আমার আজকের এই পস্ত।এই পোস্টে আপনাদের দেখাবো কিভাবে অনালাইনে পাসপোর্ট চেক করবেন এবং আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানবেন।

ই পাসপোর্ট চেকিং

ই পাসপোর্ট চেক করতে আমাদের একটি স্মার্টফোন বা একটি কম্পিউটার লাগবে এবং সাথে লাগবে ইন্টারনেট কানেক্সন।আর বাকি যেসব কাজ করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিবো।ই পাসপোর্ট চেকিং করতে আমাদের আর কিছু করতে হবে না।নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করুন।

পাসপোর্ট কত প্রকার?

ই পাসপোর্ট সাধারনত ২ প্রকার হয়ে থাকে। যথা ঃ

  • ই পাসপোর্ট ( E-Passport )
  • এএআরপি পাসপোর্ট ( MRP Passport )

উপরে যে ২ প্রকার পাসপোর্টের কথা বলেছি , বাংলাদেশে সাধারনত পাসপোর্ট এই দুই ধরনের হয়ে থাকে।পাসপোর্ট কত প্রকার সেটা তো জানলাম, এখন দেখাবো এই দুই ধরনের পাসপোর্ট আপনি চেক করবেন কিভাবে।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট চেক করার জন্য আমাদের Online Registration ID বা Application ID প্রয়োজন হবে।এই জিনিসটি আপনি আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন। এবং এম আর পি পাসপোর্ট চেক করার জন্য আমাদের প্রয়োজন হবে Enrollment Number । এটিও আপনাকে যে ডেলিভারি স্লিপটি দিয়েছিলো পাসপোর্ট এর তথ্য জমা দেয়ার সময়,সেই কাগজে পেয়ে যাবেন।

ই পাসপোর্ট চেক
ই পাসপোর্ট চেক

উপরে যে ইমেজটি দিয়েছি সেটির মতো আপনার ডেলিভারি স্লিপে একটি নাম্বার পেয়ে জাবেন।মুলত এই নাম্বার এবং আপনার জন্ম তারিখ লাগবে ই পাসপোর্ট চেক করার জন্য।তো চলুন দেখা যাক ই পাসপোর্ট চেক করবেন কিভাবে এবং অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম কি কি।

আরো পড়ুন :

ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

আপনি যদি ই পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকেন  এবং ২০২৩ এ এসে আপনার পাসপোর্ট চেক করতে চান তবে আপনাকে নিচের স্টেপগুলো মনোযোগ দিয়ে অনুসরন করতে হবে।তাহলে সহজেই আপনার ই পাসপোর্ট কিংবা এম আর পি পাসপোর্ট চেক করতে পারবেন। নিচে আমি সবগুলো স্টেপ সহজভাবে বুঝিয়ে দেয়ার চেষ্টা করছি যেনো আপনি এইসব বিষয়ে নতুন হলেও সহজেই আপনার পাসপোর্ট এর অবস্থা চেক করতে পারেন।

অনলাইনে পাসপোর্ট চেক করার জন্য আমরা কয়েকটি মাধ্যম অনুসরণ করতে পারি।এর মাঝে প্রথমটি হচ্ছে গুগলে সার্চ করে। পাসপোর্ট চেক করার জন্য প্রথমেই গুগলে সার্চ করতে হবে E Passport check লিখে।তাহলে আমরা সরকারি একটি ওয়েবসাইট পেয়ে যাবো। যেখানে প্রবেশ করে আমরা আমাদের ই পাসপোর্ট চেক করতে পারবো। অথবা ,

ই পাসপোর্ট চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক করার নিয়ম
  • আপনি https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকটি কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করে ভিজিট করুন।
  • তারপর এখানে আপনি ২টি অপশন পাবেন। একটি হচ্ছে Online Registration ID এবং অন্যটি Application ID
  • Application ID এর ঘরে আপনার ডেলিভারি স্লিপে থাকা নাম্বারটি লিখবেন।
  • এখন জন্ম তারিখ এবং সাল দিয়ে নিচে থাকা ক্যাপচা টি পূরণ করে চেক এ ক্লিক করুন।

তাহলে আপনি আপনার ই পাসপোর্ট দেখতে পারবেন সহজেই। এছাড়া আপনি যদি এম আর পি পাসপোর্ট চেক করতে চান তবে নিচে দেখানো পদ্ধতিগুলো অনুসরণ করুন।

এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

আপনি যদি এম আর পি পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকেন এবং এখন আপনার পাসপোর্ট এর অবস্থা জানতে চান তবে নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করুন।কারণ ই পাসপোর্ট চেক করার নিয়ম এবং এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম এক নয়।এমআরপি পাসপোর্ট চেক করতে হলে ঃ

  • প্রথমেই ভিজিট করুন https://passport.gov.bd/OnlineStatus.aspx লিংকটি ।
  • তারপর ডেলিভারি স্লিপে থাকা নাম্বারটি Enrollment ID তে টাইপ করে দিবেন।
  • এখন জন্ম তারিখ এবং সাল দিয়ে নিচে থাকা ক্যাপচা টি পূরণ করে চেক এ ক্লিক করুন।

তাহলে আপনি আপনার এমআরপি পাসপোর্ট চেক করতে পারবেন সহজেই।

আমাদের শেষ কথা

তো এই ছিলো আজকের আমাদের পোস্ট ই পাসপোর্ট চেক করার নিয়ম।পোস্টের মাঝে আমি ই পাসপোর্ট চেক করার সব ধরনের নিয়ম উল্লেখ করে দিয়েছি।পোস্টের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তবে মন্তব্য করতে ভুলবেন না। আজকের মত এতটুকুই। দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে। আল্লাহ হাফেয।

About Farhan

I'm Farhan. A writer who blogs about technology trends. Join me on a journey of discovery and innovation, from understanding difficult concepts to discovering hidden treasures.

View all posts by Farhan →

3 Comments on “ই পাসপোর্ট চেক করার নিয়ম অনলাইনে। অনলাইনে ই পাসপোর্ট চেক করুন 2023”

  1. Fortunately, there is a new AI bot that can write the content fo website, and it’s fully optimized to increase your ranking as well.
    You can see the magic of AI in a video .

  2. Fortunately, there is a new AI bot that can write the content fo website, and it’s fully optimized to increase your ranking as well.
    You can see the magic of AI in a video here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *