আরবি কত তারিখ আজ জানার জন্য আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টের ভিতর আপনি আরবি মাসের কত তারিখ আজ সেটা সহজেই জানতে পারবেন। এজন্য আপনাকে অন্য কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে না কিংবা আলাদা করে পঞ্জিকা দেখতে হবে না। অনেক সময় পঞ্জিকাতে ভুল তারিখ দেখায়। কারণ, আমরা জানি যে, আরবি মাসের কত তারিখ আজ বা আরবি কত তারিখ আজ সেটা সম্পূর্ণ নির্ভর করে চাঁদ দেখার উপর।আমাদের মুসলিমদের অনেক কিছু চাঁদ দেখে তারিখ নির্বাচন করতে হয়। যেমন ঃ দুই ঈদ ই আমাদের চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে।
নতুন বছর ২০২৩। কিছুদিন পরেই রমজান আসছে। তাই অনেকেই আরবি মাসের তারিখ জানতে চাইছে। একজন মুসলিম হিসেবে আমাদের সকলের আরবি মাসের নাম এবং তারিখ মনে রাখা উচিত। আমি এখন থেকে প্রতিদিন আপডেট দিবো আরবি মাসের তারিখ সম্পর্কে। আপনি যদি আমার এই ছোট্ট ওয়েবসাইট আরবি মাস এর নাম এবং আরবি মাসের তারিখ জানার জন্য এসে থাকেন তবে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি আরবি মাসের প্রতিদিন তারিখ সম্পর্কে আপডেট জানতে পারবেন।
আরবি কত তারিখ আজ ২০২৩

আজ শনিবার ফেব্রুয়ারী ১৯ তারিখ ২০২৩ সাল এবং ২৮ রজব ১৪৪৪ আরবি তারিখ(সৌদি আরব)। আপনি যদি বাংলাদেশ থেকে ভিজিট করে থাকেন, অর্থাৎ বাংলাদেশ থেকে আরবি মাসের তারিখ জানতে চান, তবে সৌদি আরবের তারিখ থেকে ১দিন কমিয়ে হিসাব করুন। তাহলেই আরবি মাসের তারিখ জানতে পারবেন।
আরবি মাস সমূহের নাম তালিকা
- মুহররম (Muharrom)
- সফর (Safar)
- রবিউল আউয়াল (Robiul Awal)
- রবিউস সানি (Rabius Sani)
- জমাদিউল আউয়াল (Jamadiul Awal)
- জমাদিউস সানি (Jmadius Sani)
- রজব (Rajab)
- শাবান (Shaban)
- রমজান (Ramjan)
- শাওয়াল (Shawal)
- জিলক্বদ (Jilkad)
- জিলহজ্জ্ব (Jilhaj)
আরবি কত তারিখ ২০২৩
আজ আরবী কত তারিখ ২০২৩ লাইভ দেখার জন্য প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আমরা প্রতিদিন আরবি তারিখ আপডেট করে থাকি। তাই প্রতিদিন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন লেটেস্ট আপডেট পেতে। আমরা উপরের দেয়া আজকের আরবি তারিখটি সৌদিআরবের তারিখের সাথে মিল রেখে আপডেট করেছি।আবারও বলছি, আপনি যদি দেখেন যে আরবি মাসের ২ তারিখ লেখা আছে, তবে বুঝে নিবেন বাংলাদেশে আজকের আরবী মাসের ১ তারিখ।
আজকে আরবি মাসের কত তারিখ ২০২৩
আপনি যদি মধ্যপ্রাচ্যের যে কোন দেশে বসবাস করেন,যেমন ঃ সিঙ্গাপুর, কাতার, কুয়েত, আরব আমিরাত ইত্যাদি , তবে উপরে যে আরবি তারিখ আপডেট করা রয়েছে , সেটিই আপনার জন্য আরবী তারিখ হিসেবে বিবেচিত হবে।
আমাদের শেষ কথা
এই পোস্টের মাধ্যমে আপনারা আরবি কত তারিখ আজ সেটা জানতে পেরেছেন।পোস্ট সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। যদি তারিখে কোন গরমিল মনে হয়, তবে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে এখানে ক্লিক করুন।