আজকের সোনার দাম কত 2023 জেনে নিন এক পোস্টেই

আজকের সোনার দাম

আজকের সোনার দাম কত জানতে যদি আমাদের এই ওয়েবসাইটে এসে থাকেন তবে পুরো পোস্টটি পড়লে আজকের সোনার রেট কত সেটা জানতে পারবেন। সোনা প্রাচীনকাল থেকেই সবথেকে বেশি মূল্যবান বস্তু হিসেবে পরিচিত। বিশ্বের সব দেশেই সোনা সবথেকে মূল্যবান বস্তু হিসেবে পরিচিত। তাই তো অনেকেই সোনার দাম জানার জন্য গুগলে সার্চ করে থাকে। তাই আপনাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই আয়োজন। এই পোস্টের ভিতর আপনি বাংলাদেশের সোনার দাম কত আজ টা জানতে পারবেন। পোস্টটি আমি প্রতিদিন আপডেট করবো, তাই আপনি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর রেট অনুযায়ী দাম দেখতে পারবেন।

আজকের সোনার দাম কত ২০২৩

আজকের সোনার দাম
আজকের সোনার দাম

প্রতিদিন সোনার দাম উঠানামা করে থাকে। তাই আমিও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) থেকে পাওয়া প্রতিদিনের সোনার রেট আপডেট করে থাকি।

আজকের সোনার দাম কত পোস্টের ভিতর আপনি যা যা জানতে পারবেন ঃ ১ ভরি সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে, gold price in bd, 1 vori gold= gram,21k gold price in bangladesh today, 24k gold price in bangladesh today, gold price today, 1 ভরি সোনার দাম কত 2023, সিঙ্গাপুর সোনার দাম কত, ১ রতি সোনার দাম কত, ১ গ্রাম সোনার দাম কত ২০২৩, ১ কেজি সোনার দাম কত,পুরাতন সোনার দাম, 22 ক্যারেট সোনার দাম আজ কত ও ২১ ক্যারেট আজকের সোনার দাম।

আরও পড়ুন ঃ

ক্যারেট অনুসারে আজকের সোনার দাম

ক্যারেট অনুযায়ী সোনার দাম নির্ধারণ করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করা হয়ে থাকে ভরি অনুযায়ী। সোনার দাম বাংলাদেশে ভরি অনুযায়ী নির্ধারণ করায় দামে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। সোনার ৪ ধরণের ক্যারেট হয়ে থাকে। নিচে সোনার ক্যারেট গুলো উল্লেখ করে দিলাম।

  • ২৪ ক্যারেট সোনা
  • ২২ ক্যারেট সোনা
  • ২১ ক্যারেট সোনা
  • ১৮ ক্যারেট সোনা

22 ক্যারেট সোনার দাম কত?

বাংলাদেশে সবথেকে বেশি বিক্রয় হয়ে থাকে 22 ক্যারেট সোনা। এই সোনার পিওরিটি হয়ে থাকে ৯১.৬০% । সোনার দাম প্রতিনিয়ত কমা বাড়া করে থাকে। আমি ইতোমধ্যে বলেছি যে এই পোস্টে আমি প্রতিদিন সোনার দাম আপডেট করে দিবো। আজকে 22 ক্যারেটের সোনার দাম হলো ৭৯১০ টাকা প্রতি গ্রাম। আপনি যদি 22 ক্যারেটের সোনা কিনতে চান, তবে প্রতি গ্রাম সোনার দাম আজকের সোনার দাম অনুযায়ী ৭৯১০ টাকা পড়বে। 

21 ক্যারেট সোনার দাম কত?

21 ক্যারেট সোনার দাম 22 ক্যারেট সোনার দাম থেকে সর্বদা একটু কম থাকে। তবে এই স্বর্ণের মান 22 ক্যারেট সোনার থেকে কম হয়ে থাকে। যাদের সোনা কেনার জন্য বাজেট একটু কম থাকে, তারা 21 ক্যারেট সোনা কিনতে পারেন। আজকে 21 ক্যারেটের সোনার দাম হলো ৭৫৫০ টাকা প্রতি গ্রাম। আপনি যদি 21 ক্যারেটের সোনা কিনতে চান, তবে প্রতি গ্রাম সোনার দাম আজকের সোনার দাম অনুযায়ী ৭৫৫০ টাকা পড়বে।

১৮ ক্যারেট সোনার দাম কত?

১৮ ক্যারেট সোনার দাম সর্বদা একটু কম থাকে। এই সোনার দাম কম হওয়ায় যারা ২১ বা ২২ ক্যারেট সোনা কিনতে পারে না, তারা এই সোনা কিনতে পারে। আজকে ১৮ ক্যারেটের সোনার দাম হলো ৬৪৭০ টাকা প্রতি গ্রাম। আপনি যদি ১৮  ক্যারেটের সোনা কিনতে চান, তবে প্রতি গ্রাম সোনার দাম আজকের সোনার দাম অনুযায়ী ৬৪৭০ টাকা পড়বে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ আপডেট (সোনা ও রূপার দাম)

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম সম্পর্কে বিস্তারিত আপডেট প্রদান করে। সেই অনুযায়ী আমিও BAJUS (Bangladesh Jewellers Samity ) সর্বশেষ সোনার দাম এবং রূপার দাম এর তথ্য নিম্নে উপস্থাপন করলাম।

Gold Price in Bangladesh

Title  Per Gram Price 
22 KARAT 7910 BDT
21 KARAT 7550 BDT
18 KARAT 6470 BDT
TRADITIONAL METHOD 5390 BDT
22 KARAT SILVER (CADMIUM) 147 BDT
21 Carat SILVER 140 BDT
18 Carat SILVER 120 BDT
SILVER (Sanaton) 90 BDT

আজকের সোনার দাম কত ২০২৩

২০২৩ সালে এসে সোনার দাম অনেক বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম বৃদ্ধি করেছে। উপরে আমি বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার যে দাম নির্ধারণ করে দিয়েছে, সেটি টেবিল আকারে উল্লেখ করে দিয়েছি। ১৮ ক্যারেট সোনার দাম ,২১ ক্যারেট সোনার দাম , ২২ ক্যারেট সোনার দাম আলাদা করে উল্লেখ করে দিয়েছি। আশা করছি আপনি আজকের সোনার দাম কত সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই পোস্টটি প্রতিনিয়ত আপডেট করা হবে। আপনি প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে প্রতিদিনের সোনার দাম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

1 ভরি সোনার দাম কত ?

বাংলাদেশে ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম ৯২২৬০.৬৫৮ টাকা।

বাংলাদেশে ১ ভরি = ১৬ আনা , ১ ভরি = ৯৬ রতি , ১ আনা = ৬ রতি হিসেবে সোনার হিসেব করা হয়ে থাকে। আপনি যদি সোনা কিনতে চান, তবে সোনার এই হিসেব গুলো আপনার জানা আবশ্যক।বাইরের দেশে আমাদের দেশের মতো করে সোনার হিসেব করা হয় না। বাইরের দেশে সোনার হিসেব অন্যরকম। বাইরের অন্যান্য দেশে সোনাকে আউন্স হিসেবে হিসেব করা হয়। ১ আউন্স = ২.৪৩০৫ ভরি। ১আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম।১ ভরি = ০.৪১১৪৩ আউন্স।১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টের ভিতর আমি আপনাদের সাথে আজকের সোনার দাম কত 2023 কত সেতি নিয়ে আলোচনা করেছি। পোস্টটি প্রতিদিন আপডেট করা হবে। তাই আপনি যদি আজকের সোনার দাম কত জানতে চান, তবে প্রতিদিন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। আজকের মতো এতটুকুই। পোস্ট সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। কোন বিষয়ের উপর পোস্ট চাইলে জানাতে পারেন।

প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস এবং ব্লগার থিম ও প্লাগিন ফ্রি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। যেকোনো টেক রিলেটেড সমস্যা জানাতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে

About Farhan

I'm Farhan. A writer who blogs about technology trends. Join me on a journey of discovery and innovation, from understanding difficult concepts to discovering hidden treasures.

View all posts by Farhan →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *